ক্ষতিপূরণ পেয়েছে মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিবার
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেনাং এ ভবন ধসে মারা যাওয়া তিন বাংলাদেশি শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানিয়েছে, নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২০ হাজার টাকা দিয়েছে মালয়েশিয়ান কোম্পনিটি। ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মণ্ডলের ছেলে মো. আহাদ আলী।
এদিকে নিহতদের মরদেহ খুব শিগগিরই দেশে পাঠানোর সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।
এর আগে ২৮ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে পেনাং এ নির্মাণাধীন ভবনের পিলার ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন ২ বাংলাদেশি, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ১ জন। এ ঘটনায় মারাত্মক আহত হন আরও দুই বাংলাদেশি। ১৮ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে কর্মরত ছিলেন।