মার্কিন আদালতে বাংলাদেশিকে উপহাস, বিচারকের ক্ষমা প্রার্থনা
যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি অভিবাসীর কাছে ক্ষমা চাইলেন মার্কিন বিচারক। মিশিগান অঙ্গরাজ্যে বসবাসকারী বুরহান চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। অসুস্থতার করণে বাড়ির আশপাশের আগাছা পরিস্কার করতে না পারায় হ্যামট্র্যামক জেলা আদালতের বিচারক অ্যালেক্সিস জি ক্রোট তাকে ১০০ ডলার জরিমানা করেন। সেই সঙ্গে এজলাসে বসে তাকে উপহাস করেন।
গত ১০ জানুয়ারি আদালতে শুনানির পর থেকে অবকাশে ছিলেন ওই বিচারক। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফিরে এসে নিজের ভুল স্বীকার করে তিনি বলেন 'আমি একটি ভুল করেছি'।
১০ জানুয়ারি শুনানির সময় বিচারক অ্যালেক্সিস জি ক্রোট বলেছিলেন, 'আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত। যদি আমি এই বিষয়ে আপনাকে জেলে দিতে পারতাম, আমি দিতাম। আপনাকে এটি পরিষ্কার করতে হবে।'
বিচারক অ্যালেক্সিস একটি বিবৃতিতে বলেছেন, 'আমি খুব বিব্রত যে আমি এটা করেছি। আমি ক্ষমাপ্রার্থী।'
আদালতের ওই কার্যক্রমের ফুটেজ ভাইরাল হলে ক্রোটকে বেঞ্চ থেকে বহিষ্কারের দাবিতে ২ লাখ ৩০ হাজারেও বেশি লোক একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন। এরপর ক্ষমা প্রার্থনা করলেন অ্যালেক্সিস জি ক্রোট।
কেএফ/