লুটনে ৭ বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর পদে জয়ী
লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে সাত বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী জয়ী হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) নির্বাচনের পর শুক্রবার (৫ মে) ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূতের ছয় জন লেবার পার্টির ও একজন কনজারভেটিভ পার্টির।
এই প্রথমবারের মত লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে রেকর্ড সংখ্যক বৃট্রিশ বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন।
লেবার পার্টির জয়ী প্রার্থীরা হলেন— বিচ হিল ওয়ার্ডে রুমি চৌধুরী, সেইন্ট ওয়ার্ডে শাহানারা নাসের ও সায়মা হোসাইন, হাই টাউন ওয়ার্ডে উম্মে আলী, সেন্ট্রল ওয়ার্ডে ফাতিমা বেগম, লুসি ওয়ার্ডে ইয়ারুন বেগম। কনজারভেটিভ পার্টি থেকে ব্রামিংহাম ওয়ার্ডে আজিজ আম্বিয়া জয়ী হয়েছে।
এবারের লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ২১ জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন। এর মধ্যে লেবার পার্টির ১১ জন, কনজারভেটিভ পার্টির ৩ জন, লিব ডেমের ২ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঁচ জন অংশ গ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে এবারও লেবার পার্টির নিয়ন্ত্রণে থাকছে লুটন বারা কাউন্সিল।
আরএ/