নিউ ইয়র্ক প্রবাসী যন্ত্রশিল্পীর বিরুদ্ধে করা মামলা খারিজ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী যন্ত্রশিল্পী পার্থ গুপ্তের বিরুদ্ধের করা জীবন নাশের হুমকি সংক্রান্ত মামলা খারিজ করেছেন নিউ ইয়র্কের একটা ফৌজদারি আদালত।
ফেসবুকের ছবিতে ফটোশপের মাধ্যমে আগ্নেয়াস্ত্র বসিয়ে পুলিশের কাছে জীবন নাশের মিথ্যা অভিযোগ করেন তার ব্যবসায়ের অংশীদার শাহনাওয়াজ।
স্থানীয় সময় বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভার্চুয়ালি প্রথম শুনানিতেই নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি ফৌজদারি আদালতের বিজ্ঞ বিচারক মেরি এল বেজারানো মামলাটি খারিজ করে দেন।
নিউ ইয়র্কের হোম কেয়ার ও ইন্সুরেন্স ব্যবসায়ী শাহনাওয়াজ তার দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায়, মামলাটি সাজানো ও পরিকল্পিত বলে খারিজ করে দেন বিচারক। একই সাথে ব্যবসায়ী ও যন্ত্রশিল্পী পার্থ গুপ্তকে নির্দোষ বলে উল্লেখ করেন আদালত।
গত বছর ১০ সেপ্টেম্বর রাত ১টা ২৯ মিনিটে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের জ্যাকসন হাইটসের নর্দার্ন ব্লুভার্ড-১১৫ এলাকার পুলিশের কাছে গিয়ে শাহনাওয়াজ (ওরফে শাহ মোহাম্মদ নেওয়াজ, ওরফে শাহ এম নেওয়াজ, ওরফে মোহাম্মদ এস নেওয়াজ) অভিযোগ করেন যে, তার ব্যবসার সাবেক অংশীদার পার্থ গুপ্ত তাকে জীবন নাশের (হত্যা) হুমকি দিয়ে তার ফোনে ম্যাসেজ পাঠিয়েছেন। এর আগে ২৯ আগষ্ট জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত একটি পথমেলায় পার্থ গুপ্তসহ কয়েকজন মিলে তাকে মারধর করেছে। এ সময় তারা আগ্নেয়ান্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছে বলে অভিযোগো উল্লেখ করেন শাহনাওয়াজ।
শাহনাওয়াজের অভিযোগের ভিত্তিতে বছর ৪ অক্টোবর জ্যাকসন হাইটসের নর্দার্ন ব্লুভার্ড-১১৫ এলাকার পুলিশ কর্মকর্তা টেলর স্কালা পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ষ্টেশনে ডাকে। পার্থ গুপ্ত পুলিশ ষ্টেশনে গেলে জিজ্ঞাসাবাদ শেষে রাত পর্যন্ত তাকে আটক রাখে পুলিশ।
পরদিন ৫ অক্টোবর পার্থ গুপ্তকে নিকটস্থ ফৌজদারি আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক পার্থ গুপ্তের জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী শাহনেওয়াজ থেকে দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেন আদালত।
কেএফ/