ভিক্টোরি মানি ট্রান্সফার পেল আন্তর্জাতিক অভিবাসী পদক
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বার্সেলোনায় বাংলাদেশি মানি এক্সচেঞ্জ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে আন্তর্জাতিক অভিবাসী পদক-২০২২ এ ভূষিত করা হয়েছে।
স্পেনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ পালন করা হয়। এবারের স্লোগান ছিল ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়বো বাংলাদেশ।’
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত আন্তর্জাতিক অভিবাসী দিবসে স্পেনের মাদ্রিদে বাংলাদেশি দূতাবাস গত ১৫ ডিসেম্বর একটি স্মারকে এই পদক ঘোষণা করে।
স্পেনে থাকা বাংলাদেশি ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ পদকের জন্য বাছাই করা হয়।
উল্লেখিত স্মারকে, আমানাহ মানি ট্রান্সফারকে প্রথম স্থান ও বার্সেলোনার ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে দ্বিতীয় স্থানে ভূষিত করা হয়।
পদকপ্রাপ্ত ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলস'র স্বত্বাধিকারী রাজিব হোসাইন জানান, রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবস পদকে ভূষিত হয়ে খুবই খুশি। আমাদের এই প্রাপ্তিটা পুরো স্পেনের প্রবাসী রেমিট্যান্স যুদ্ধাদের। আমাদের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মাদ্রিদে অবস্থিত বাংলাদেশি দূতাবাস প্রাঙ্গণে ব্যবসায়ী, সুধী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও কমিউনিটি নেতৃাদের নিয়ে দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উক্ত সম্মাননা স্মারক তাদের হাতে তুলে দেওয়া হয়।
আরএ/