ব্রিটিশ পার্লামেন্টের সেরা এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা
ব্রিটিশ পার্লামেন্টের সেরা এমপি হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। তরুণদের ভোটে সেরা এমপি নির্বাচিত হন তিনি।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশন আফসানা বেগমকে 'ইয়াং পিপলস এমপি' হিসেবে ঘোষণা করে। প্যাচওয়ার্ক ফাউন্ডেশন দেশটির পার্লামেন্টভিত্তিক সংগঠন হিসেবে কাজ করে।
আফসানা বেগম লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউজ আসনের এমপি। এ ছাড়া অভিবাসীসহ জাতীয়, স্থানীয় ইস্যু নিয়ে ক্যাম্পেইন, পার্লামেন্টে সিলেটি ভাষায় বক্তব্য এবং নিজ দল লেবার পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে আলোচনায় আসেন তিনি।
আফসানা বেগম বলেন, পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। প্যাচওয়ার্ক ফাউন্ডেশন এবং যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পার্লামেন্টে তরুণদের এবং কম প্রতিনিধিত্বহীন সম্প্রদায়ের জন্য একটি কণ্ঠস্বর হয়ে থাকবে।
তিনি আরও বলেন, অভিবাসী, করোনা চলাকালীন ও পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত মানুষ, সম্মুখসারির যোদ্ধা, ভ্যাকসিন, ডোমেস্টিক ভায়োল্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় ইস্যু নিয়ে আমি ক্যাম্পেইন ও পার্লামেন্টে কথা বলেছি। এসব বিষয় বিবেচনায় নিয়ে তরুণরা আমাকে নির্বাচিত করেছে।
আফসানা বেগমের পৈত্রিক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।
এসজি