প্রবাসী বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্য
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছোট ভাই। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে নিউ ইয়র্ক সিটির এলমহার্স্টের একটি এপার্টমেন্টে এ হত্যাকাণ্ড ঘটে। মায়ের সাথে ঝগড়া করায় ছোট ভাইকে ছুরি দিয়ে গলা ও ঘাড়ে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শন সরকার (২১), সিরাজগঞ্জ জেলা সদরের আব্দুস সালাম সরকারের ছেলে। আব্দুস সালাম সরকার ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। স্ত্রী এবং তিন ছেলে নিয়ে ৪৪-১৫,৭৪ স্ট্রিটে অবস্থিত এপার্টমেন্টে বাস করেন আব্দুস সালাম।
পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়েসী বড় ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে গলা ও ঘাড় থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত শন সরকারকে (২১) স্থানীয় এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেশীরা জানান, সালামের মেঝ ছেলে শন সরকার হাই স্কুল পাশ করতে না পেরে মাদকাশক্ত হয়ে পড়ে। মাঝেমধ্যেই শন মাতাল হয়ে বাসায় ফিরে মাকে অকথ্য ভাষায় গালাগালি ছাড়াও মারধর করতো। গত ৭ জানুয়ারি শুক্রবার দুপুরে ছোট ভাইয়ের প্রসঙ্গ নিয়ে মায়ের সাথে ঝগড়া শুরু করেন বড় ছেলে। তা দেখে ছোট ছেলে শন সরকার এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে ছুরি এনে শন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড়ভাই। মারাত্মকভাবে আহত হয় শন। খবর পেয়ে এ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে শনকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেএফ/