আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সম্পাদক কাশেম
যুক্তরাষ্ট্রে অবস্থিত আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের (এবিপিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে রাশেদ আহমেদ (চ্যানেল আই) সভাপতি এবং মোহাম্মদ আবুল কাশেম (বাংলাদেশ প্রতিদিন) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এবিপিসির জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
ওই সভায় ১১ সদস্যের একটি কমিটি চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।
কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সাংবাদিক তপন চৌধুরী ও সুব্রত চৌধুরী, অর্থ সম্পাদক-জামান তপন (লেখক-সাংবাদিক), যুগ্ম সাধারণ সম্পাদক-শাহ ফারুকুর রহমান (বিডিইয়র্ক), সাংগঠনিক সম্পাদক-আজিমউদ্দিন অভি (যমুনা টিভি), প্রচার সম্পাদক লেখক-সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন), কানু দত্ত (এটিএন বাংলা) এবং লেখক-সাংবাদিক রাজুব ভৌমিক।
এবিপিসির নির্বাচন ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সেই কমিশন নির্দ্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় সদস্য পপি চৌধুরী পদত্যাগ করেন। গঠনতন্ত্র অনুযায়ী এই শুন্য পদ পূরণেও কোন পদক্ষেপ না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মিশুক সেলিম তার পছন্দের একটি কমিটি ঘোষণা করেন ১ জানুয়ারি, যা কোনভাবেই গ্রহণযোগ্য এবং গঠনতন্ত্র সম্মত হয়নি। এ নিয়ে সাধারণ সদস্যের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়ায় ৩ জানুয়ারি জরুরি এক সভা ডাকা হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ জানুয়ারি ডাকা অপর এক জরুরি সভায় রাশেদ আহমেদকে সভাপতি এবং মোহাম্মদ আবুল কাশেমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
কেএফ/