বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের অভিষেক রবিবার

স্পেনের প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ২০২২-২৩ সালের জন্য গঠিত কমিটি অভিষেক ও বার্ষিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী রবিবার (৩০ অক্টোবর) মাদ্রিদের খেসুসি মারিয়া রোডের ৩২ নম্বর হোল্ডিংয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে।

এতে প্রধান অতিথি থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি।

এ অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদস্যসহ প্রবাসী সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার।

এমএমএ/

Header Ad
Header Ad

এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার

ফাইল ছবি

চলতি বোরো মৌসুমে সরকারি সংগ্রহে ৪ টাকা বেশি দামে ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে, যার মধ্যে ৩ লাখ ৫০ হাজার টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল অন্তর্ভুক্ত। ধান কেনা হবে প্রতি কেজি ৩৬ টাকায় এবং সেদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকায়। এছাড়া, ৩৬ টাকায় গমও কেনার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত বছরের তুলনায় এবার কিছুটা বেশি দাম নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি কেজি বোরো ধান ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকায় কেনা হয়েছিল।

অর্থ উপদেষ্টা বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলেও সার ও চাল আমদানির মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব হয়েছে, ফলে গত বছরের সংগ্রহের লক্ষ্যমাত্রা সফলভাবে পূর্ণ হয়েছে। তিনি জানান, এই বছরও ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া যথাযথভাবে চলবে।

এছাড়া, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, সরকারি সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত। কৃষি মন্ত্রণালয়ের প্রদত্ত উৎপাদন খরচের ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, হাওর অঞ্চলে ধান কাটা শুরু হয়ে গেছে এবং পয়লা বৈশাখ থেকে সংগ্রহ অভিযান পুরোদমে চলবে।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

মতবিনিময় সভা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। ছবি: সংগৃহীত

গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, বিচারের আগ পর্যন্ত দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওই ইস্যুতে একমত হওয়ার কথা জানান দল দুটির নেতারা।

সভায় আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি।

এগুলো হলো:

* গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।
* বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।
* নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে।
* আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।

এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যদলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন: নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, ড. আহমেদ আব্দুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন: সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহদী, সংগঠক রফিকুল ইসলাম আইনী ও মো. সানাউল্লাহ।

Header Ad
Header Ad

দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে। বুধবার (৯ এপ্রিল) দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোর মধ্যে যেগুলো সমস্যাজর্জরিত, সেগুলোকে মার্জার বা একীভূত করার প্রক্রিয়া শুরু করা হবে।

গভর্নর জানান, "ইসলামী ব্যাংকগুলোকে পুনর্গঠন করা হয়েছে এবং অনেক ব্যাংকই ঝামেলার মধ্যে রয়েছে। তবে এগুলোর একীভূত করার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত হবে।" তিনি আরও বলেন, "বৈশ্বিক স্তরের ইসলামী ব্যাংকিং মডেল অনুসরণ করতে আমরা কাজ করছি এবং এই জন্য যথাযথ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।"

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেয় এবং এর আওতায় ১০টি দুর্বল ব্যাংককে মার্জার করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ক্ষমতার পরিবর্তন এবং সরকারের পরিবর্তনের পর এই প্রক্রিয়া কিছুটা থমকে যায়। গভর্নর জানিয়েছেন, এবার এই উদ্যোগ পুনরায় চলমান রাখা হবে।

তিনি আরও বলেন, "যেসব ব্যাংকের বোর্ড কার্যকরভাবে কাজ করছে না, কেন্দ্রীয় ব্যাংক সেই ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে।"

এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতের সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন এবং ব্যাংক পরিচালনায় শাসনপদ্ধতিতে উন্নতি আনার চেষ্টা চলছে। তিনি বলেন, "ব্যাংকের বোর্ড সদস্যদের যোগ্যতা যাচাই করা হবে এবং তা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে করা হবে।"

কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে কিছু ব্যাংকের কার্যক্রম পরিবর্তন করতে সফল হয়েছে এবং ব্যাংকিং খাতের উন্নতির জন্য আরও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন বৃদ্ধির প্রসঙ্গেও গভর্নর আশাবাদী, এবং ভবিষ্যতে এই সেক্টর থেকে আরও উন্নতির প্রত্যাশা করেছেন।

তিনি জানান, এজেন্ট ব্যাংকিংকে আরও শক্তিশালী করা হবে এবং নারীদের জন্য ৫০ শতাংশ এজেন্ট ব্যাংকিংয়ের সুযোগ দেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি
দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হবে: গভর্নর
গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন
মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা
‘অতি গোপনীয় অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে: সালাহ উদ্দিন
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ৩২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!
নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস