মধ্য আফ্রিকায় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) উত্তর-পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। গত শুক্রবার দেশটির রাজধানী বানগুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরের ওহাম-পেনডে প্রদেশের বোহোং এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।
আহত তিন জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমআইএনইউএসসিএ এ তথ্য জানায়। খবর এএফপির।
আহত সেনাদের হেলিকপ্টারে করে বোয়ার শহরে এমআইএনইউএসসিএ পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় মাইন বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হন। এমআইএনইউএসসিএর তথ্য অনুযায়ী, গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার এই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে দুই নারী ও পাঁচ বছরের এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।