বাংলাদেশকে সাড়ে নয় লাখ টিকা উপহার দেবে অস্ট্রিয়া
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অস্ট্রিয়ার স্মারক ডাকটিকিট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অস্ট্রিয়া বাংলাদেশকে সাড়ে নয় লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর অস্ট্রিয়ার এ টিকা বাংলাদেশে পৌঁছাবে।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে প্রতীকীভাবে ওই টিকা হস্তান্তর করেন অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকারের ইউরোপ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেনথাল।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
আরইউ/এএস