লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সার্ভার সচল হয়েছে
ছবি : সংগৃহীত
১৩ দিন আগে অকার্যকর হয়ে পড়া লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা সার্ভার সচল হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়া বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পাসপোর্ট ও ভিসা সার্ভার পুনরায় ইনস্টল করা হয়েছে। তবে ক্রিসমাস এবং বক্সিং ডের ছুটির পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে নিয়মিত কনস্যুলার সেবাগুলো আগের মতো দেওয়া হবে।
গত ১৪ ডিসেম্বর পাসপোর্ট, ভিসা ও এনভিআরের কাজে ব্যবহৃত সার্ভারটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। ফলে বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সার্ভার পুনরায় স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়।
অন্যদিকে লন্ডন হাইকমিশনে নেওয়া সব পাসপোর্ট, ভিসা ও এনভিআরের আবেদন ম্যানচেস্টার ও বার্মিংহাম সহকারী হাইকমিশন থেকে প্রক্রিয়া করে লন্ডনের হাইকমিশন থেকে ডেলিভারি দিয়ে সেবা চালু রাখা হয়।
আরইউ/টিটি