প্যারিসে গাফফার চৌধুরী স্মরণে নাগরিক স্মরণসভা
যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলা ভাষা থাকবে ততদিন আবদুল গাফফার চৌধুরীর নাম থাকবে পৃথিবীর সকল বাঙালির মনে।
রবিবার (২০ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি মিলনায়তনে ফ্রান্স বাংলা প্রেস ক্লাব আয়োজিত আবদুল গাফফার চৌধুরী স্মরণে এক নাগরিক স্মরণসভায় এসব মন্তব্য করেন বক্তারা।
ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার সভাপতিত্বে ও অধ্যাপক অপু আলমের সঞ্চালনায় নাগরিক সভায় বাংলাদেশ থেকে ভার্চ্য়ুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নাট্যজন নাসির উদ্দিন ইউছুপ বাচ্চু।
সভার শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক, কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় যুক্ত হয়ে নাসির উদ্দিন ইউছুপ বাচ্চু বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আবদুল গাফফার চৌধুরী কখনোই আপোষ করেননি। এ সময় তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, কিংবদন্তি এই সাংবাদিকের সকল স্মৃতি সংরক্ষণের।
আলোচনায় গাফফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ আবৃত্তি করেন প্যারিসের বিশিষ্ট আবৃত্তিকার সাইফুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জাকির হোসেন, ইকবাল হাসমী, মোতালেব আহমেদ, সুব্রত ভট্টাচার্য শুভ, ফয়সল আহমেদ, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, আলী আহমেদ জুবায়ের, এমদাদুল হক , সাখাওয়াত হোসেন, সাংবাদিক ইমরান মাহমুদ, সাংবাদিক লুতফুর বাবুসহ প্রবাসী শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্যারিস থেকে দেবেশ বড়ুয়া
এনএইচবি/এমএমএ/