সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির শোকসভা
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছে যুক্তরাষ্ট্রের চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা।
এ ছাড়া অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সহায়তায় নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসনের তহবিলে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।
স্থানীয় সময় সোমবার (৬ জুন) বিকেলে ব্রুকলিনের মধুবন রেস্তোরাঁয় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভা ও দোয়া মাহফিলের শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও ব্যাপক হতাহতের ঘটনায় চিটাগাং অ্যাসোসিয়েশনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
সভায় চিটাগাং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সহায়তায় নিউইয়র্ক কনসুলেট জেনারেলের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসনের তহবিলে অর্থ পাঠানো হবে। পাশাপাশি যারা চিকিৎসাধীন তাদের দেখাভালের দিকেও নজর রাখবে চিটাগাং অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে হতাহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেন বক্তারা। চট্টগ্রামের প্রতিটি হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোনো গাফিলতি আছে কি না- তা খতিয়ে দেখার দাবি জানানো হয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পদাক মোহা. সেলিমের পরিচালনায় বক্তব্য দেন- নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশনার সৈয়দ মোর্শেদ রেজভী চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মাকছুদুল হক চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মীর কাদের রাসেল। এ ছাড়া সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সহসভাপতি আবুল কাসেম (চট্টলা), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মো. রবিউল হোসেন, সদস্য মোহিম উদ্দিন, সদস্য জাবেদ হোসেন, নজরুল ইসলাম, সদস্য মো. কাউসার, সদস্য মেজবা উদ্দিন, সদস্য আবদুল মোতালেব, সদস্য পরিমল কান্তি নার্থ ছিলেন।
এসএন