বিমানের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট শুরু ২৫ ডিসেম্বর
করোনা ভাইরাসের কারণে প্রায় ২১ মাস বন্ধ ছিল ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট। ২৫ ডিসেম্বর (শনিবার) থেকে আবার তা চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ওয়েসাইটে জানানো হয়, বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে। ২৫ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ২০৭ দুপুর সাড়ে ১২টায় উড্ডয়ন করে সিলেট হয়ে ম্যানচেস্টার যাবে।
প্রথম ফ্লাইট শনিবার (২৫ডিসেম্বর) হলেও আগামী ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে ২৫ মার্চ ২০২২ পর্যন্ত এই রুটে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ফ্লাইট বিজি ২০৭ ঢাকা থেকে দুপুর সাড়ে ১২টায় যাত্রা করে সিলেট পৌঁছাবে দুপুর ১টা ১০মিনিটে। এরপর সিলেট থেকে দুপুর ২টা ১৫ মিনিটে যাত্রা করে ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়। ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি ২০৮ সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন সকাল ৮টা ৪৫মিনিটে। সিলেট থেকে সকাল ৯টা ৪৫মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ১০টায়।
এর আগে করোনা ভাইরাসের মহামারির কারণে ২০২০ সালের মার্চে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ২১ মাস বন্ধ থাকার পর রুটটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পুনরায় ঢাকা-সিলেট- ম্যানচেস্টারের ফ্লাইট চালু হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীরা।
ম্যানচেস্টারের বাসিন্ধা আলী আহমদ বলেন, ‘ম্যানচেস্টার ও তার আশেপাশের শহরে কয়েক হাজার বাংলাদেশির বাস। কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশে যেতে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়। সপ্তাহে একটি হলেও যেন এই রুটে ফ্লাইট অব্যাহত থাকে।’
এমআরটি/এএন