ফিলিপাইনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশি এক গার্মেন্টস ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৬৩) বলে খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে অফিসে যাওয়ার পথে মেট্রো ম্যানিলা টাফট অ্যাভিনিউতে তাকে গুলি করে হত্যা করা হয়।
ফিলিপাইনে আনোয়ার হোসেনের সহকর্মী ও বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফিলিপাইন সূত্রে এ খবর জানা গেছে।
নিহত আনোয়ারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামে।
পরিবারের অভিযোগ, দ্বন্দ্বের জেরে ফিলিপাইনে বসবাসরত বাংলাদেশিরা আনোয়ারকে হত্যা করিয়েছে।
তিনি প্রায় ২৬ বছর ধরে ফিলিপাইনে গার্মেন্টস ব্যবসা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের ভাই নাসির হোসেন বলেন, 'গতকাল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে এক বিদেশি তার মাথার পেছনে একটি গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
গুলি করার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ওই বিদেশিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।
নাসির হোসেন বলেন, 'আমার ভাই সেখানে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করায় সেখানকার অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীরা অবৈধ কাজ করতে পারছিল না। এতে তাদের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব তৈরি হয়।'
ফিলিপাইনে বসবাসরত বাঙালিরা এ ঘটনায় জড়িত বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, 'ফিলিপাইনে গার্মেন্টস ব্যবসা চালু করেন আমার ভাই। ১৯৮৮ সালে আনোয়ার জাপান ভ্রমণ করেন এবং পরে সেখান থেকে ফিলিপাইন যান। আমাদের পরিবারের সব আত্মীয়-স্বজন, প্রতিবেশী গার্মেন্টস ব্যবসায় জড়িত।'
আনোয়ার হোসেনের মরদেহ কয়েকদিনের মধ্যে দেশে আসবে বলে জানান নাসির হোসেন।
টিটি/