পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পাকিস্তান সফররত পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এই বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়াহিদা আহমেদ ও পরিচালক মো. শাকিল শাহরিয়ার এবং হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হাইকমিশনের বঙ্গবন্ধু কর্নারটি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের দুর্লভ ও ঐতিহাসিক আলোকচিত্র, গ্রন্থ ও প্রকাশনা দিয়ে সাজানো হয়েছে।
হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী পাকিস্তানের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের যথাক্রমে ২০১২ ও ২০১৩ সালে প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ইংরেজি ও উর্দু সংস্করণ পররাষ্ট্রসচিব ও তার প্রতিনিধি দলের সদস্যদের উপহার দেন।
আরইউ/এসএ/