নিরক্ষর নারীদের বিদেশে পাঠানো বন্ধ করা উচিত: প্রবাসী কল্যাণমন্ত্রী
সম্পূর্ণ নিরক্ষর নারীদের বিদেশে পাঠানো বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘নারী অভিবাসীদের সম্মিলিত কণ্ঠ’ শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজন করে নারী অভিবাসীদের নিয়ে কাজ করা ২২টি সংগঠন। সহযোগিতা করে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স ও মানুষের জন্য ফাউন্ডেশন।
অল্প শিক্ষা, অর্ধ শিক্ষা কিংবা অষ্টম-নবম শ্রেণি পাশ হলে, তার সচেতনতা কিংবা বুঝতে পারার ক্ষমতা শতগুণ বেড়ে যায় বলে মন্তব্য করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন এখান থেকেই শক্তি চলে আসে। তখন কেউ সুযোগ নিতে পারে না।
বিদেশে কর্মী হিসেবে নারীদের অভিবাসন গার্মেন্টস থেকেও বড় গেম চেঞ্জিং বলে মন্তব্য করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নিরক্ষর নারীদের যখন বিমানে বসানো হয় এবং বিদেশ পাঠিয়ে দেওয়া হয়, তখন তাদের চেয়ে অসহায় মানুষ আর কেউ হতে পারে না। বিদেশ গমনেচ্ছু নারীদের জানাতে হবে কোথায় গেলে কী পাওয়া যাবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আমাদের জেলা জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রায় সব জেলায় আছে। সেখানে আমরা পর্যাপ্ত তথ্য সরবরাহ করার চেষ্টা করি। সচেতনতার জায়গায় আমাদের কাজ করতে হবে। কিন্তু সম্পূর্ণ নিরক্ষর মানুষকে সচেতন করা সম্ভব না।
প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জোটের চেয়ার ইশরাত আমীন, কো চেয়ার ফওজিয়া খন্দকার, ড. রুবিনা ইয়াসমিন, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন এবং জোটের অন্তর্ভুক্ত ২২টি সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরইউ/