গাফফার চৌধুরীর কন্যার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'-এর রচয়িতা, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর কন্যা বিনীতা চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত বিনীতা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাফফার চৌধুরীর পরম স্নেহের কন্যা বিনীতা চৌধুরী ছিলেন পিতার সর্বক্ষণের ছায়াসঙ্গী। বিনীতা চৌধুরী তার পিতার মতোই অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও বন্ধুবৎসল নারী ছিলেন। তিনি তার শিক্ষকতা পেশার পাশাপাশি বয়োঃবৃদ্ধ পিতার সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
ড. মোমেন বলেন, বিনীতা চৌধুরীর মৃত্যুতে তার পিতা, ভাই-বোন, পরিবারের সদস্য, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার (১৩ এপ্রিল) লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন।
আরইউ/টিটি