শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ডব্লিউএফবিবি সভাপতি বসুমিত্র, মহাসচিব সুহাস

ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিষ্টস (ডব্লিউএফবিবি) বা বিশ্ব বাংলাদেশি বৌদ্ধ সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ড. বসুমিত্র বড়ুয়া সভাপতি এবং সুহাস বড়ুয়াকে মহাসচিব করে ৯১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

শিকড়ের টানে প্রবাসী বৌদ্ধদের ঐক্যের সেতুবন্ধন সৃষ্টি, ভাষা ও কৃষ্টি-সংস্কৃতি রক্ষার তাগিদে বৌদ্ধদের আন্তর্জাতিক ঐক্যের লক্ষ্যে এ সংগঠন গঠন করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

বিশ্বময় বাংলাদেশি বৌদ্ধ পল্লী খ্যাত ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুদ্ধিস্টস (ডব্লিউএফবিবি) এর আন্তর্জাতিক ভার্চ্যুয়াল সম্মেলনের মাধ্যমে গত শনিবার (৯ এপ্রিল) আমেরিকার আরিজোনা থেকে বিশিষ্ট বিজ্ঞানী ড. বসুমিত্র বড়ুয়াকে সভাপতি এবং বোষ্টনে বসবাসরত বিশিষ্ট সংগঠক ইঞ্জিনিয়ার সুহাস বড়ুয়াকে মহাসচিব করে ৯১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সর্বাধিক সদস্যদের সমর্থনের মাধ্যমে কমিটির বিভিন্ন পদে সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন অনুষ্ঠানের প্রারম্ভে সদস্যাদের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ড. বসুমিত্র বড়ুয়া।

শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে সুত্রপাঠ করেন জেনেভার অরুন জ্যোতি বড়ুয়া, প্রায় পাঁচ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত নির্বাচন কার্যক্রম অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে যুক্তরাষ্ট্র থেকে সদস্য সচিব সুহাস বড়ুয়া এবং ফ্রান্স থেকে যুগ্ম-সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন।

মোট ৯১ সদস্যবিশিষ্ট নব নির্বাচিত কমিটির বিভিন্ন পদে পাচঁটি মহাদেশের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত নেতৃবৃন্দের তালিকা প্রকাশ করেন।

ড. বসুমিত্র বড়ুয়া সভাপতি (আরিজোনা, যুক্তরাষ্ট্র), সিনিয়র সহসভাপতি উদয়ন বড়ুয়া (প্যারিস,ফ্রান্স), সহসভাপতি আশিষ বড়ুয়া (টরন্টো,কানাডা), ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া (দুবাই, সংযুক্ত আরব-আমীরাত ),পবন বড়ুয়া (লন্ডন,যুক্তরাজ্য)
ইঞ্জিনিয়ার সৌমেন বড়ুয়া (নাগপুর,ভারত), অরুন জ্যোতি বড়ুয়া (জেনেভা, সুইজারল্যান্ড), মহাসচিব ইঞ্জিনিয়ার সুহাস বড়ুয়া (বোষ্টন, যুক্তরাষ্ট্র), যুগ্ম-মহাসচিব তাপস বড়ুয়া রিপন (প্যারিস, ফ্রান্স), সসীম গৌরী চরণ বড়ুয়া (জেনেভা, সুইজারল্যান্ড), অনুত্তর বড়ুয়া (সারজা, সংযুক্ত আরব-আমীরাত), মৃদুল বড়ুয়া (ব্যাংকক, থাইল্যান্ড), শৈবাল বড়ুয়া (সাউথ আফ্রিকা), নীতিশ বড়ুয়া (সিডনি, অস্ট্রেলিয়া), অর্থ মহাসচিব ইঞ্জিনিয়ার সুমেধ তাপস বড়ুয়া (ভেনিস,ইতালী), যুগ্ম- অর্থসচিব কানন বড়ুয়া (টরন্টো, কানাডা), যুগ্ন অর্থ সচিব দিপু কান্তি বড়ুয়া (প্যারিস,ফ্রান্স), যুগ্ন অর্থ সচিব অভি বড়ুয়া (লন্ডন,যুক্তরাজ্য), যুগ্ন অর্থ সচিব প্ৰজয় বড়ুয়া (বোস্টন, যুক্তরাষ্ট্র), যুগ্ম- অর্থ সচিব রাজীব বড়ুয়া (সাউথ আফ্রিকা), যুগ্ম-অর্থ সচিব জনি বড়ুয়া (আজমান, মধ্যপ্রাচ্য), যুগ্ম-অর্থ সচিব পঙ্কজ বড়ুয়া (সিডনি, অস্ট্রেলিয়া), সাংগঠনিক সম্পাদক সচিব রনবীর বড়ুয়া (নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র), যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সচিব মিঠু বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সচিব বিকাশ বড়ুয়া ছোটন (আবুধাবী, মধ্যপ্রাচ্য), যুগ্ম-সাংগঠনিক সচিব সুজন বড়ুয়া (লন্ডন, যুক্তরাজ্য), যুগ্ম-সাংগঠনিক সচিব কানন বড়ুয়া (টোকিও, জাপান), যুগ্ম-সাংগঠনিক সচিব রুবেল চৌধুরী (সাউথ আফ্রিকা),
আন্তর্জাতিক বিষয়ক সচিব সুমন বড়ুয়া (কোলকাতা, ভারত), আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম-সচিব অনিক বড়ুয়া (ব্যাংকক, থাইল্যান্ড), আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম-সচিব, প্ৰতিনু বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), সংবাদ ও গণমাধ্যম সচিব অসীম বিকাশ বড়ুয়া (সিউল,সাউথ কোরিয়া), যুগ্ম -সংবাদ ও গণমাধ্যম সচিব শুভাশীষ বড়ুয়া (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র), যুগ্ম-সংবাদ ও গণমাধ্যম সচিব সুনন্দন বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), সংবাদ ও গণমাধ্যম যুগ্ম-সচিব কাঞ্চন বড়ুয়া (আবুধাবী, মধ্যপ্রাচ্য), প্রচার ও প্রকাশনা সচিব শিমুল বড়ুয়া (বোষ্টন, যুক্তরাষ্ট্র), যুগ্ম-প্রচার ও প্রকাশনা সচিব অমিয় বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), যুগ্ম-প্রচার ও প্রকাশনা সচিব দীপক বড়ুয়া (লন্ডন, যুক্তরাজ্য), শিক্ষা, সাহিত্য এবং শিল্পকলা সচিব সুব্রত বড়ুয়া (দিল্লি, ভারত), সাংস্কৃতিক সচিব মধুশ্রী চৌধুরী (কোলকাতা, ভারত), যুগ্ম- সাংস্কৃতিক সচিব মিসেস শ্রাবনী বড়ুয়া শীলা (টরোন্টো, কানাডা) যুগ্ম- সাংস্কৃতিক সচিব শর্মিলা বড়ুয়া (মাসকট, ওমান), যুগ্ম-সাংস্কৃতিক সচিব কানন বড়ুয়া ডানাল (মিশিগান, যুক্তরাষ্ট্র), যুগ্ম-সাংস্কৃতিক সচিব বরণ বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), সমাজ কল্যাণ সচিব মিসেস শিপ্রা বড়ুয়া (মন্ট্রিয়েল, কানাডা), সমাজ কল্যাণ যুগ্ম-সচিব শেকু বড়ুয়া (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র), নারী ও শিশু বিষয়ক সচিব মিসেস ঝর্ণা বড়ুয়া (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র), নারী ও শিশু বিষয়ক যুগ্ম- সচিব টগর বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), মানবাধিকার বিষয়ক সচিব স্বদেশ বড়ুয়া(প্যারিস, ফ্রান্স)।
মানবাধিকার বিষয়ক যুগ্ম-সচিব রানা বড়ুয়া (ক্যালিফর্নিয়া, যুক্তরাষ্ট্র), মানবাধিকার বিষয়ক যুগ্ম-সচিব শিপন বড়ুয়া (লন্ডন, যুক্তরাজ্য), মানবাধিকার বিষয়ক যুগ্ম-সচিব সুমন চাকমা (জেনেভা, সুইজারল্যান্ড), মানবিক ও জনসেবা সচিব লাবলু বড়ুয়া (নরওয়ে), মানবিক ও জনসেবা যুগ্ম-সচিব রূপেশ বড়ুয়া (আয়ারল্যান্ড), যুব ও নেতৃত্ব উন্নয়ন সচিব বিপ্লব বড়ুয়া ( মাদ্রিদ,স্পেইন), যুব ও নেতৃত্ব উন্নয়ন যুগ্ম- সচিব সোহেল বড়ুয়া (ম্যাসাচুসেট্স, যুক্তরাষ্ট্র), যুব ও নেতৃত্ব উন্নয়ন যুগ্ম-সচিব অজিত বড়ুয়া (মাদ্রিদ, স্পেইন), যুব ও নেতৃত্ব উন্নয়ন যুগ্ম-সচিব আবু বড়ুয়া (সারজা, মধ্যপ্রাচ্য), যুব ও নেতৃত্ব উন্নয়ন যুগ্ম- সচিব খোকান বড়ুয়া (ওমান), ধর্ম এবং আন্তঃধর্মীয় সচিব সৈকত বড়ুয়া (টরোন্টো,কানাডা), ধর্ম এবং আন্তঃধর্মীয় যুগ্ম- সচিব দীপন বড়ুয়া (প্যারিস,ফ্রান্স), ধর্ম এবং আন্তঃধর্মীয় যুগ্ম-সচিব মানিক বড়ুয়া (সারজা,মধ্যপ্রাচ্য), তথ্য প্রযুক্তি সচিব সৌমিত্র বড়ুয়া (টোকিও, জাপান), তথ্য প্রযুক্তি যুগ্ম-সচিব প্রসেনজিৎ বড়ুয়া (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র), তথ্য প্রযুক্তি যুগ্ম-সচিব রাজীব বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), তথ্য প্রযুক্তি যুগ্ম-সচিব অভিজিৎ বড়ুয়া (লন্ডন, যুক্তরাজ্য), তথ্য প্রযুক্তি যুগ্ম- সচিব ইঞ্জিনিয়ার রণজয় বড়ুয়া (নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র), শিক্ষার্থী এবং কর্মজীবন উন্নয়ন সচিব সঞ্জয় বড়ুয়া চৌধুরী (ব্যাংকক, থাইল্যান্ড), শিক্ষার্থী এবং কর্মজীবন উন্নয়ন যুগ্ন সচিব প্রতীক বড়ুয়া (টোকিও, জাপান), অভিবাসন ও আইন বিষয়ক সচিব সুমন বড়ুয়া (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র), যুগ্ম-অভিবাসন ও আইন বিষয়ক সচিব অজিত বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), অভিবাসন ও আইন বিষয়ক যুগ্ম-সচিব সুমন অরিয়ন বড়ুয়া (লন্ডন, যুক্তরাজ্য), আদিবাসী কল্যাণ সচিব সুমন চাকমা (বাৰ্লিন, জার্মানী), আদিবাসী কল্যাণ যুগ্ম- সচিব রানা বড়ুয়া জি সাং (সাউথ কোরিয়া), আদিবাসী কল্যাণ সচিব সুমন বড়ুয়া (স্পেইন), স্বাস্থ্য এবং ক্রীড়া সচিব বিদ্যুৎ বড়ুয়া জনি দীপ (ক্যালিফোর্ণিয়া,যুক্তরাষ্ট্র), যুগ্ম-স্বাস্থ্য এবং ক্রীড়া সচিব সজল বড়ুয়া (প্যারিস, ফ্রান্স), যুগ্ম-স্বাস্থ্য এবং ক্রীড়া সচিব অশোক বড়ুয়া (স্পেইন), পরিকল্পনা এবং পরিবেশ বিষয়ক সচিব ইঞ্জিনিয়ার সুপায়ন বড়ুয়া (সারজা,মধ্যপ্রাচ্য) পরিকল্পনা এবং পরিবেশ বিষয়ক যুগ্ন সচিব ইঞ্জিনিয়ার কিরণ বড়ুয়া (ক্যালিফর্নিয়া, যুক্তরাষ্ট্র) নির্বাহী সদস্যঃ ইঞ্জিনিয়ার অসীম তালুকদার (মধ্যপ্রাচ্য), শেখর বড়ুয়া (ফিলিপাইন), অসীম বড়ুয়া (অস্ট্রিয়া), সুশোভন বড়ুয়া (সিঙ্গাপুর) ধনঞ্জয় বড়ুয়া (ফ্রান্স), অপু বড়ুয়া (স্পেইন), দীপংকর বড়ুয়া(তাইওয়ান), সজীব বড়ুয়া (হংকং), অলক বড়ুয়া (ফিলিপাইন), সুজয় বড়ুয়া (সিডনী, অস্ট্রেলিয়া), সসীম বড়ুয়া (মালয়েশিয়া), বিদ্যুৎ বড়ুয়া করুনা তিসস্ (তাইওয়ান)।

বাংলাদেশে হাজার বছরের মেধা ও গৌরব, কীর্তির অধিকারী বাংলাদেশের এই বৌদ্ধরা যাতে বিভিন্ন দেশে গিয়ে তাদের হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মকে হারিয়ে না ফেলে এবং আত্মীয়তা, সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়, তারই মহান লক্ষ্যে গঠিত হয়, ‘ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশি বুড্ডিষ্টস’ নামক এই আন্তর্জাতিক সংগঠন, এমনটাই জানান সংগঠনের নেতারা। বর্তমানে এই সংগঠনে বিশ্বের পাঁচটি মহাদেশের প্রায় ৩৫টি দেশে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের প্রতিনিধিত্ব রয়েছে।

এমএমএ/

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো