ব্রিটিশ-বাংলাদেশি সাবিনাকে হত্যাকারীর ৩৬ বছরের কারাদণ্ড

ব্রিটিশ বাংলাদেশি প্রাইমারি স্কুল শিক্ষিকা সাবিনা নেছার হত্যা মামলায় একজনকে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যের অল্ড বেইলি আদালত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কচি স্লামাজ। তিনি ব্রিটিশ আলবেনিয়ান নাগরিক।
এর আগে বৃহস্পতিবার একই আদালতে স্কুল শিক্ষিকা সাবিনা নেছা হত্যা মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপি মামলার পুরো বিষয় এবং হত্যাকারীর অতীত ইতিহাস এবং শিক্ষিকা সাবিনা নেছারের আদ্যোপান্ত উপস্থাপন করা হয়। এ সময় সাবিনা নেছার হত্যার সিসি টিভির ফুটেজও দেখানো হয় আদালতে।
আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন- সাবিনা নেছার বাবা আব্দুর রউফ, মা আজিবুন নেছা ও তার বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
গত বছর ১৭ সেপ্টেম্বর বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাউথ ইস্ট লন্ডনের ক্যাটর পার্কে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি।১৭ সেপ্টেম্বর রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা সাবিনা নেছাকে হত্যা করা হলেও প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ পাওয়া যায় ক্যাটর পার্কের কমিউনিটি সেন্টারের পাশে।
সাবিনা নেছার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ দিন পর ২৬ সেপ্টেম্বর আলবেনিয়ান নাগরিক কচি স্লামাজকে ইস্ট সাসেক্স থেকে আটক করে পুলিশ। কচি স্লামাজ কোর্টে সাবিনা নেছাকে হত্যার দায় স্বীকার করেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে।
আরএ/
