গ্যাস স্টোভ বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ
লিবিয়ার তবরুক শহরে গ্যাস স্টোভ বিস্ফোরণে ৫ বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। ইফতারি তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৬ এপ্রিল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সময় ৫ বাংলাদেশি এক রুমেই ছিলেন। তাদের তবরুক মেডিক্যাল সেন্টারের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন-ঝিনাইদহের রিজন (আইসিইউতে চিকিৎসাধীন), টাঙ্গাইলের রফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মো. রিপন হোসেন ও জামালপুরের সোজাউদ্দৌলা।
এর আগেও বাংলাদেশিদের আবাসস্থলে রান্নার গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ প্রেক্ষাপটে লিবিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশির দৃষ্টি আকর্ষণ করে দূতাবাস সস্তা গ্যাস স্টোভের পরিবর্তে নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিয়েছে।
আরইউ/এমএমএ/