প্যারিসে ‘জয়বাংলা উৎসব’ উদযাপন

ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেল ‘জয়বাংলা উৎসব’। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে শুক্রবার (১ এপ্রিল) এই উৎসব অনুষ্ঠিত হয়।
ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
তিনি উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের সমবেত কন্ঠে জয় বাংলার শপথ পাঠ করান। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন।
তিনি সকল প্রবাসীদের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে শুভেচ্ছার পাশাপাশি জয় বাংলা স্লোগানকে ধারণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কোনো অপশক্তিই তা রুখতে পারবে না। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই সরকার কাজ করছে, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
উৎসবে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা ,ফ্রান্স আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
জয় বাংলা উৎসবে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’। তারা শতকন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত এবং তাদের দলের জনপ্রিয় গান ‘তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই’সহ আরও বেশকিছু গান পরিবেশন করেন। পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশী স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।
প্যারিস থেকে দেবেশ বড়ুয়া
এনএইচবি/এমএমএ/
