অগ্রাধিকার ভিত্তিতে পরিসেবা পাবেন মুক্তিযোদ্ধারা: নিউ ইয়র্ক বাংলাদেশ দূতাবাস
দূতাবাসে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পরিসেবা দেওয়া হবে বলে ঘোষনা করেছেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। গত মঙ্গলবার (২৯ মার্চ) জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ এর স্বাধীনতা অর্জন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা কোন কাজ নিয়ে দূতাবাসে গেলে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে এবং দ্রুততার সাথে কাদের কাজ সম্পাদন করা হবে। তিনি ইতোমধ্যে সকল কর্মকর্তাদের এ নির্দেশনাও দিয়েছেন বলে উল্লেখ করেন।
সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম ও বিশেষ অতিথী ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব নাসির উদ্দিন ও প্রথম সচিব শোয়েব আবদুল্লাহ। মঞ্চে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ডেপুটি কমান্ডারদ্বয় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির ও বীর মুক্তিযোদ্ধা এ. এস.এম মাসুদ ভূঁইয়া।
কেএফ/