নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য একটি বিল নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে উত্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ।
'কাভারেজ ফর অল' উত্থাপিত ৩৪৫ মিলিয়ন ডলারের বিলটি সিটি কাউন্সিলে পাস হলে ১ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। তারা পাবে কোয়ালিটি হেলথ কেয়ার।
প্রস্তাবিত এই বিলে তার সাথে রয়েছেন কাউন্সিল মেম্বার ফ্রানসিসকো মেশন এব্রু ও লিন স্যুলম্যান। সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার এই বিলকে স্বাগত জানিয়েছেন।
সিটি কাউন্সিল হেলথ কমিটির চেয়াম্যান বলেছেন, সবার জন্য স্বাস্থের এই বিল তৈরিতে আমি আনন্দিত। এতে ইমিগ্রেশন স্ট্যাটাসকে বাদ দেওয়া হয়েছে। ফলে কাগজপত্রহীন লাখ লাখ ইমিগ্র্যান্ট স্বাস্থ্য সেবা পাবেন।
কেএফ/
