লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি নারীকে হত্যা
যুক্তরাজ্যে লন্ডনের বেথনাল গ্রিন গ্লোব টাউন এলাকায় ছুরিকাঘাতে এক বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনের বেলা কোনো এক সময়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত নারীর নাম ইয়াসমিন (৪০)। তার দুই শিশু সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবে ইয়াসমিন তার শিশুদের স্কুলে দিয়ে আসেন। বিকালে ছুটির পর শিশুদের নিতে না আসায় ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্ঠা করে স্কুল কর্তৃপক্ষ। নারীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় বিষয়টি পুলিশকে জানায় স্কুল কর্তৃপক্ষ। পরে পুলিশ স্কুল থেকে শিশুদের নিয়ে গ্লোব টাউনের বাসায় যায়। পুলিশ সেখানে গিয়ে তার কোনো সাড়শব্দ না পেয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ইয়াসমিনের রক্তাক্ত দেখতে পায় পুলিশ।
প্রতিবেশীরা জানান, দুই বছর ধরে ইয়াসমিন দুই শিশু নিয়ে বসবাস করছিলেন। তার স্বামী আলাদা থাকেন।
এ ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে আটক দেখায় নি পুলিশ। পুলিশের ডগ স্কোয়াড, ফরেনসিক টিম ও স্পেশাল পুলিশের ফোর্স ঘটনাস্থলে কাজ করছে।
আরএ/