প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইলেন নিউ ইয়র্কের কাউন্সিলম্যান
নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সাথে অসদাচরনের কারণে ক্ষমা চাইলেন নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান জেমস এফ জিনারিও। গত ২১ ফেব্রুয়ারি জামাইকায় লিটল বাংলাদেশ এভ্যেনুর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশিদের সম্পর্কে তিনি নেতিবাচক ধারণা পোষণ করেন এবং অনুষ্ঠানস্থল থেকে বাংলাদেশিদের বের হয়ে যেতে বলায় প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা অপমানিত বোধ করেন।
২৫ ফেব্রুয়ারি কাউন্সিলম্যান জেমস এফ জিনারিও অসদাচরনের প্রতিবাদে জ্যামাইকাবাসী বাংলাদেশিরা এক সংবাদ সম্মেলনে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ প্রেক্ষিতে গত ১৩ মার্চ জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত এক সুধী সমাবেশে উপস্থিত হয়ে কাউন্সিলম্যান জেমস জিনারো জামাইকা প্রবাসীদের কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি 'লিটল বাংলাদেশ এভেন্যু' উদ্বোধনী অনুষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে যে বিভেদের সৃষ্টি হয়েছে, আশা করি আজকের পর থেকে তার অবসান হবে। সুধী সমাবেশ জামাইকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আগামী দিনগুলোতে সবাইকে সাথে নিয়েই সব অনুষ্ঠান করা হবে। আগামীতে এ ধরনের অপ্রীতিকর ও ভুল বুঝাবুঝির ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারেও তিনি প্রতিশ্রুতি দেন।
কেএফ/