ব্রুনাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

যথাযথ মর্যাদায় ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন হাইকমিশনারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। বঙ্গবন্ধুর জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের একটি অংশ অনলাইনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্রুনাইয়ের লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ইয়াং বেরহরমাত দায়াং নিক হাফিমি বিনতি আব্দুল হাদি।
এ ছাড়া যুক্ত ছিলেন ডিপ্লোম্যাটিক কোরের ডিন ব্রুনাইয়ে ওমানের রাষ্ট্রদূত শেখ আহমেদ বিন হাশিল বিন রশিদ আল মাশকারি, রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির বরিসোভিচ গঞ্চারেনকো, ইরানের রাষ্ট্রদূত হোমায়েরা রিগি এবং ভারত ও থাইল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
আরইউ/এমএমএ/
