নিউ ইয়র্কের স্কুলে বন্ধ হচ্ছে চকলেট মিল্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পর এবার নিউ ইয়র্কের স্কুলগুলোতে বন্ধ হচ্ছে চকলেট মিল্ক সরবরাহ। নিউ ইয়র্কের নতুন মেয়র এরিক অ্যাডামস এ উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে। তিনি সিটি হলের দায়িত্ব নেওয়ার আগেই স্কুল থেকে চকলেট দুধ নিষিদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
নিউ ইয়র্কের কংগ্রেসনাল প্রতিনিধি দলের নয় সদস্য মেয়র এরিক অ্যাডামসকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের ক্যাফেটেরিয়াতে চকলেট দুধ সরবরাহ নিষিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন। তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যের পাশাপাশি নিউ ইয়র্কের দুধের বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে গত জানুয়ারিতে এরিক অ্যাডামস বলেন, 'আমাদের শিশুদের কি চকলেট (উচ্চ চিনিযুক্ত) দুধ খাওয়া উচিত?- বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।'
ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকোর স্কুলগুলোতে ইতিমধ্যে চকলেট দুধ নিষিদ্ধ করা হয়েছে। এক দশক আগে লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোর ক্যাফেটেরিয়া থেকে প্রথম চকোলেট দুধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
২০১৯ সালে পূর্বসূরি বিল ডি ব্লাসিও স্কুলে চকলেট দুধ নিষিদ্ধ করার একটি প্রস্তাব পেশ করেন, তার সেই প্রস্তাবকে সমর্থন করেন এরিক অ্যাডামস।
এদিকে, ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চকলেট দুধ প্রোস্টেট ক্যান্সারের মতো ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। চকলেট দুধে থাকা স্যাচুরেটেড ফ্যাটও হৃদরোগের একটি বড় কারণ।
কেএফ/