শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘গণতন্ত্র ফিরিয়ে আনতে আত্মাহুতি দিব’

গণফোরাম (একাংশ) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ‘এই ফ্যাসিস্ট সরকার ২০১৪ সনে বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সনে মধ্য রাতের নির্বাচনে ঠকবাজদের সমন্বয় করে জনগণকে ধোঁকা দিয়েছে।’

তিনি বলেন, ‘জনগণ তাদেরকে আর বিশ্বাস করে না। হাতের যা ছিল জোচ্চুরি দেখিয়ে দিয়েছে এই সরকার, আর হবে না; জনগণ আর হতে দেবে না। আমরা আমাদের কেন্দ্রীয় সম্মেলনে ঘোষণা দিয়ে ছিলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আমরা কখনো নির্বাচনে যাব না। এখন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে আমরা রাজপথে থাকব। আমাদের সঙ্গে যারা সুর মেলাবে মাঠে আসবে আমরা তাদের পাশেই থাকব; তাদেরকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করব।’

শনিবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণফোরাম ঢাকা মহানগর উত্তরের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সম্মেলনে এম. এ. কাদের (মার্শাল) কে সভাপতি ও এরশাদ জাহান সুমনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মোস্তফা মোহসীন বলেন, ‘প্রয়োজনে আমরা আত্মত্যাগ করব, আত্মাহুতি দিব। এদেশের মানুষের জন্য ৭১-এর মত সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে আনব। রাজনৈতিক দলের বিভেদ আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ যে রাষ্ট্রে মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা নিয়ে অত্যাচার-অবিচার বিহীন, লুটপাট বিহীন, পরিবেশ খেকো-বালু খেকো-নদী খেকোরা থাকবে না, ব্যাংক লুটেরারা থাকবে না, জোর-জবরদস্তি করে জমি দখল-কারখানা দখল হবে না সেই একটা দেশ আমরা গড়তে চাই।’

সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। জাতিকে বিভাজিত করে কখনো কোন দেশ, মৌলিক বিষয়ে যদি আমরা ঐক্যমতে না থাকি, জাতি এগিয়ে যেতে পারে না। আজকে একদল দাবি করে তারা মুক্তিযুদ্ধের হোলসেলার, তারা মুক্তিযুদ্ধের দল, তারাই মুক্তিযুদ্ধ করেছে, তারাই মুক্তিযুদ্ধের সংগঠন, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি! আসলেই কি তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? মুক্তিযুদ্ধে কী বলেছে? বলেছে মানব মুক্তির কথা। মুক্তিযুদ্ধে কী বলেছিল? বলেছিল আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ কী বলেছে? বলেছে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মুক্তিযুদ্ধ কী বলেছে? বলেছে ধনী-গরিবের বৈষম্য থাকবে না। মুক্তিযুদ্ধ কি বলেছে? বলেছে মানুষের সুযোগের সমতা থাকবে। আজকে সবাই কি সুযোগে সমতা পাচ্ছে? এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না বলেই আজকে সমাজ-রাষ্ট্র-দেশে বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে। আজকে ২০ শতাংশ লোকের হাতে দেশের ৮০ শতাংশ সম্পদ। জনগণকে জাগ্রত করতে হবে। যারা মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু তা মানে না তারা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না।’

গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, পাকিস্তানের ২৪ বছর আমাদের লড়াই করতে হয়েছে আর এখন আমাদের সুবর্ণজয়ন্তী হয়ে গেলেও এখনো একই লড়াই করছি, একই কথা বলছি, রাজনীতির কি গুণগত পরিবর্তন হয়েছে? তখনও শাসন-শোষণ, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি এখনো ৫০ বছর পরে বলতে গেলে ৭৫ বছর পরেও চিন্তা করেন একটা জাতির ৭৫ বছর পরেও আমাদের রাজনৈতিক ভাষা পরিবর্তন করতে পারিনি। বরঞ্চ আরও কতগুলো অশ্লীল শব্দ, অশ্লীল মানে বাস্তবিক অর্থে দুর্নীতি-মহাদুর্নীতি, সাগর চুরি-মহাসাগর চুরি, নদী খাওয়া, সাগর খাওয়া, বৃক্ষ খাওয়া, পাহাড় খাওয়া এক অর্থে সর্বভুক খাওয়া শুধু খাওয়ার রাজনীতিতে আছি। শিক্ষা ব্যবস্থা খাওয়া, স্বাস্থ্য ব্যবস্থা খাওয়া খেতে খেতে রিজার্ভও খেয়ে ফেলেছি। আহারে চোরের মায়ের বড় গলা! কিছুদিন আগে বলেছেন রিজার্ভ কমতে কমতে তলানিতে ঠেকেছে, দুর্ভিক্ষ আসছে।

তিনি বলেন, এখন আবার উল্টোটা বলছেন রিজার্ভের কোনো ঘাটতি নেই। টাকার কোনো ঘাটতি নেই। তারা কখন কী বলেন তার ঠিক নেই। তাদের বক্তব্য রাষ্ট্রের জন্য অশনি সংকেত। তারা অশনি সংকেতের রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। একইভাবে তারা বাংলাদেশে একটা নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। নির্বাচন হবে কী হবে না তারই কোনো পরিবেশ নেই। কেউই মনে করে না বাংলাদেশে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে বা কোনোদিন হবে। বিগত বছরগুলোতে এই সরকার নির্বাচনের নামে তামাশা করেছে অতএব তারা ফেল করেছে, শুধু ফেলই করেনি তারা নিচে নেমে গেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।

এ সময় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য মেজর (অব.) আসাদুজ্জামান বীর প্রতীক, আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আব্দুল কাদের, গণফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলীনূর খান বাবুল, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও ঢাকা জেলা গণফোরামের সভাপতি আব্দুল হামিদ মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব হাবিবুর রহমান বুলু প্রমুখ।

এমএইচ/এমএমএ/

Header Ad
Header Ad

চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামান। ছবি: সংগৃহীত

চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় গিয়ে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসার মো. আতিকুজ্জামানকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিট পর তারা থানা ত্যাগ করেন।

এছাড়া ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নম্বর সহ কোন তথ্যই রাখেননি তিনি। যার কারণে মামলা গ্রহণ করতে বিলম্ব হয়। এরপর ঘটনার তিনদিন পরে এক ভুক্তভোগী বাস যাত্রীর মামলা নিতে হয়েছে।

এদিকে, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাতেই এএসআই আতিকুজ্জামানকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এএসআই আতিকুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান জানান, শনিবার আতিকুজ্জামানের সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

Header Ad
Header Ad

ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দল ঘোষণার আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।

নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি। তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে।

এর আগে, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপও চালালো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজীতে হবে বলে গুঞ্জন রয়েছে।

Header Ad
Header Ad

চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার

সংবাদ সম্মেলনে ব্রিফ করছেন টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি করা হলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ডাকাতির সময় বাসে থাকা দুই/তিনজন নারী যাত্রীর গলা থেকে চেইন এবং কান থেকে দুল নেওয়ার সময় তাদের শ্লীলতাহানি করে ডাকাতদলের সদস্যরা। তবে তাদের (ভিকটিম) সঙ্গে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ দাবি করেন।

তিনি বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
ময়মনসিংহে দেড় শতাধিক বিড়ালের মিলনমেলা
বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
১৩ দিনের চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া
ফাগুনের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
‘আমাদের অনেক বয়স হয়েছে, নবীন-তরুণরা দেশকে নতুন করে চিন্তা করছেন’
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩
আমরা কারো দাবার গুটি হবো না: জামায়াত আমির
গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা
সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি
নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে ‘সমঝোতা’
মিঠাপুকুরে তোপের মুখে পালিয়ে গেলেন সাব রেজিস্ট্রার
আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই : পপি  
ঝিনাইদহে ৩ জনকে হত্যা, দায় স্বীকার করলো চরমপন্থী সংগঠন  
দুদকে এখনো বহাল ফ্যাসিস্ট সরকারের প্রেষণে আসা অর্ধশত কর্মকর্তা