জরুরি ভিত্তিতে হাসপাতালে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে বহনকারী গাড়িটি গুলশানের বাসা থেকে রাত ২ টা ৫৫ মিনিটে রওনা দিয়ে রাত ৩ টা ১২ মিনিটে হাসপাতালে পৌঁছায়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে (১১ জুন) তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বেগম খালেদা জিয়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাছাড়া তিনি শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস উইংয়ের আরেক কর্মকর্তা শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে বলেন, আমি শুনেছি ম্যাডাম হাসপাতালে যাচ্ছেন তাই আমি ম্যাডামের বাসায় যাচ্ছি।
তিনি বলেন, ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
কেএম/এএস