প্রতিক্রিয়া/ লুটপাটের বাজেট: হারুন
বিএনপির যুগ্ম মহাসচিব ও সদস্য সদস্য হারুন অর রশিদ বলেছেন, ‘২০২২-২০২৩ অর্থবছরের বাজেট আমাদের মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এই প্রথম বাজেটটি সম্পূর্ণভাবে ডিজিটালাইজডভাবে উত্থাপন করা হলো। সাধারণত অর্থমন্ত্রী বাজেটের কিছু অংশ পাঠ করেন এবং বাকি কিছু অংশ পঠিত বলে গণ্য হয়। কিন্তু এবার বাজেট সম্পূর্ণ ডিজিটালি উত্থাপন করা হয়েছে। নতুন প্রক্রিয়ায়। এই বাজেট বর্তমান সরকারের পূর্ণ মেয়াদের সর্বশেষ বাজেট। বাজেট নিয়ে এই মুহূর্তে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া প্রকাশ করা সম্ভব নয়।’
বৃহস্পতিবার (৯ জুন) প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যতটুকু আমি লক্ষ্য করেছি, এটি একটি লুটপাটের বাজেট। প্রায় পৌনে ৭ লাখ কোটি টাকা বাজেটের মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ সম্পূর্ণ ঋণনির্ভর এবং বৈদেশিক ঋণনির্ভর বাজেট। এর মধ্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেখানো হয়েছে, ভর্তুকি ৮২ হাজার কোটি টাকা। যেটা সম্পূর্ণ লুটপাট।’
তিনি আরও বলেন, ‘আমরা বলে আসছি যে কুইক রেন্টালসহ অন্যান্য বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হোক। কিন্তু এসব ক্ষেত্রে বিদ্যুৎ গ্যাস জ্বালানি ঘাটতি দেখানো হচ্ছে। দাম বৃদ্ধি করে জনগণের ওপর বোঝা চাপানো হচ্ছে। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির যে বৃদ্ধি ঘটবে সেটি নিয়ন্ত্রণের জন্য উল্লেখযোগ্য ঘোষণা এখনও এই বাজেটে পাইনি। বাজেট সম্পর্কে পূর্ণাঙ্গ বক্তব্য আমরা পরে দিব।’
এমএইচ/এসজি/