বাজেট মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে: যুব ইউনিয়ন
প্রস্তাবিত বাজেটে দ্রব্যমূল্যের দাম কম ও মানুষের কাছে গ্রহণযোগ্য বাজেট পেশ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র যুব ইউনিয়নের নেতা কর্মীরা। বৃহস্পতিবার (৯ জুন) শাহবাগ মোড়ে এক বিক্ষোভ সমাবেশে তারা এ ঘোষণা দেন।
এসময় সমাবেশে আন্দোলনরতরা বলেন, পুলিশ আমাদের সমাবেশ করতে বাধা দিয়েছে। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে চেয়েছিলাম। আজকে ট্রাকে বসে আমাদের সমাবেশ করতে হচ্ছে। আন্দোলনরতরা বলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বাজেট পেশ না হলে এই সরকারকে আমরা হলুদ কার্ড দেখে বিতাড়িত করবো।
এ সময় সমাবেশে ঢাকার বাইরের নেতাকর্মীরা বলেন, আমরা জেলা থেকে এসে সঙ্ঘবদ্ধ হয়েছি। আন্দোলন চলছে, চলবে। এ বাজেটে বেকারদের জন্য একটা ভাতা চালু রাখা হোক। বেকার ভাতা চালু না রাখলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে সোচ্চার হবো। এ সময় বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনানী রিয়াদ বলেন, দেশের মানুষ অনেক কিছু সহ্য করছে তারা মনমতো বাজেট উপস্থাপন চায়।
যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, প্রস্তাবিত বাজেট যেন সাধারণ মানুষের উদ্দেশ্যে হয়। এবং এই বাজেটে আমাদের দেশের উন্নয়নের বাজেট হিসেবে যেন ঘোষনা করা হয়। অন্যথায় বাজেট মন মত না হলে আমরা আন্দোলনে নেমে পড়বো।
প্রসঙ্গত, করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে এবার সর্বোচ্চ ভর্তুকি রেখে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় অর্থমন্ত্রী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করেন। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেট আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এটি।
এএজেড