সাকির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মে) জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষে সংলাপে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন উপস্থিত আছেন।
অন্যদিকে সংলাপে জোনায়েদ সাকির সঙ্গে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, সম্পাদক মণ্ডলীর সদস্য ইমরান জুলহাস নাঈম বাবু, দীপক রায়, মিজানুর রহমান, বাচ্চু ভুইয়া প্রমুখ উপস্থিত আছেন।
এর আগে গত মঙ্গলবার (২৪ মে) বিকালে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে গত শুক্রবার (২৭ মে) বৃহত্তর আন্দোলন প্ল্যাটফর্ম গড়তে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অংশ এসব বৈঠক করছে বিএনপি।
এমএইচ/এসজি/