পদ্মা সেতুর জাঁকজমক উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ
বাংলাদেশের মর্যাদার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে জাঁকজমক করতে চায় আওয়ামী লীগ। দেশের সব বড় অর্জনের পেছনে যে দলটির অবদান।
সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে সফল বাস্তবায়ন হওয়ায় নিজেদের অর্জনের খাতাকে আরও সমৃদ্ধ করল বলে মনে করেন দলের নেতারা। তাই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান কতটা জাঁকজমক করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে আওয়ামী লীগ।
তারই অংশ হিসেবে ৩১ মে মঙ্গলবার সকাল ১১ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ এক যৌথ-সভা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে ওই সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের ডাকা হয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছে। এই সভায় প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কিভাবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা যায় দলের নেতাকর্মীদের এবিষয়ে প্রয়োজনীয় পরামর্শ চাইতে পারেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আগামী ২৫ জুন খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। ওই দিন সকাল ১০ টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সেতু দিয়ে গাড়ী পার হয়ে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর পুরনো ফেরিঘাটে বিশাল জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসভা। দেশের দক্ষিণ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারণ মানুষ। তাই উদ্বোধনের দিনে তারাও সাক্ষী হতে চান। আর সভাটি যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় তার জন্য দলের পক্ষ থেকে সর্বাত্নক চেষ্টা চালানো হবে।
এসএম/এমএমএ/