আওয়ামী লীগ মাফিয়াদের গ্যাং: রিজভী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় এরা মাফিয়াদের একটা গ্যাং বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,'ক্ষমতা হারানো ও অচিরেই সকল অপকর্মের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে সরকারের মন্ত্রীরা বেসামাল হয়ে গেছে। দিনে দুপুরে ঢাহা মিথ্যা কথা কিভাবে ঢেলে সাঁজাতে হবে তার হেড মাষ্টার সরকারের মন্ত্রী এমপিরা।' সোমবার (৩০ মে) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন,'ঢাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী বলেছেন- ছাত্রদলের নেতাদের বয়স নাকি বাবা-চাচাদের মতো। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের চেয়ে ৩ থেকে ৫ বছরের ছোট ছাত্র-নেতারা যদি চাচাদের মতো মনে হয়, তাহলে ছাত্রলীগের নেতাদের দাদা বলে সম্মোধন করবে কি না শিক্ষার্থীরা জানতে চেয়েছেন।'
রিজভী বলেন, 'দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ যেখানে দিশেহারা, গণমাধ্যমের হেডলাইন হয় যেখানে মানুষের চলা এখন দায় সেখানে মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন মানুষের আয় ক্ষমতা ভালো, মানুষ চাইলে তিন বেলা মাংস খেতে পারেন।' 'মন্ত্রীদের বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠেছে যে, সরকারের দিন ঘনিয়ে এসেছে। এখন তারা জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে, ইতোমধ্যে রাজপথে নেমে পড়েছে। হামলা মামলা করে বিরোধী দল দমিয়ে রাথা যাবে না।'
রিজভী অভিযোগ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষিত কর্মসুচি পালনকালে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী।
রিজভী বলেন, 'গতকাল ২৯ মে রবিবার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তর এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য জিঞ্জিরাস্থ কেরানীগঞ্জ বিএনপির প্রধান কার্যালয়ে প্যাকেটিং করার সময় (আনুমানিক রাত ৯ টায় সময়) আওয়ামী নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে কার্যায়ের সামনে স্টেজ ভাংচুর করে এবং ফেস্টুন, ব্যানার, পোষ্টার ছিঁড়ে ফেলে। পরবর্তীতে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে ব্যাপক ভাংচুর চালায় এবং কার্যালয়ের ভিতরে নেতা-কর্মীদের অবরুদ্ধ করে মুল ফটকে তালাবদ্ধ করে, এতে ৩০ জনের অধিক নেতাকর্মী গুরুত্বর আহত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এএজেড