বৃহত্তর আন্দোলনে আলোচনা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই ফ্যাসিস্ট অনির্বাচিত, গণতন্ত্র হরণকারী সরকারকে অপসারণের লক্ষ্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি'র সিদ্ধান্ত মোতাবেক আমরা বৃহত্তর একটি আন্দোলন গড়ে তোলার জন্য দেশের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করার যে কর্মসূচি তা শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিন আমরা ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছি।'
তিনি বলেন, 'সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা পরিণতির দিকে পৌঁছাতে পারছি।' শুক্রবার (২৭ মে) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'আপনারা সবাই জানেন আমরা যার যার অবস্থান থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি এবং এক যুগেও বলে আসছি এই অনির্বাচিত সরকার দেশ ও জনগণের ক্রমাগত ক্ষতি করে চলেছে। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে। দেশের সবাইকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। সেই সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানো এত সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে গণতন্ত্রমনা মানুষের জন্য জরুরী হয়ে পড়েছে। এই জরুরি কর্ম যৌথভাবে সম্পাদনের জন্য বৃহত্তর ঐক্য গড়ে তোলার যে প্রয়াস এবং যে সিদ্ধান্ত বিএনপির তার আলোকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি।'
তিনি বলেন, 'বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে দীর্ঘদিন ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, তাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনায় দেশের বিদ্যমান পরিস্থিতি,পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের করণীয় তা নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আমরা একমত হয়েছি। কিন্তু এসব বিষয়ে আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না এইজন্য যে- অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব, আলোচনা করে পরবর্তীতে যার যার অবস্থান থেকে কিংবা এক যোগে ঘোষণা দিয়ে জানাবো।'
এএজেড