আরেকটি যুদ্ধ করে গণতন্ত্র আনতে হবে: ফখরুল
সকল রাজনৈতিক দল, ব্যক্তি, দেশপ্রেমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে আরেকটি যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ২০ দলীয় জোট শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'আমরা পরিষ্কারভাবে বলেছি- এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকেও বলছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা (আওয়ামী লীগ) তত্ত্বাবধায়ক সরকার চেয়ে ছিল। খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সংবিধানে সংযোজন করেছিল। কিন্তু এরা (আওয়ামী লীগ) কত বড় প্রতারক, মুনাফিক নিজের স্বার্থের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশের সকল রাজনৈতিক দল এবং সকল জনগণ ঐক্যবদ্ধ করে একটি যুদ্ধে নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে পাবো।'
'আমরা যুদ্ধ করছি কোন দলের স্বার্থে নয়, কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। এই স্বার্থ দেশের। আমরা যে বাংলাদেশকে গড়তে চেয়ে ছিলাম সেই বাংলাদেশকে ফিরে পেতে চাই। তাই আসুন এই আলোচনা সভার মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই- এই দানবীয় সরকারের হাত থেকে এই দেশকে রাহুমুক্ত করা ছাড়া ঘরে ফিরবো না।' তিনি বলেন, 'জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দল একমত হয়েছেন। বিশ্বাস করি সরকারের পতনের আন্দোলনকে আমরা বৃহত্তর ও গণতান্ত্রিক আন্দোলনে রূপ দিতে পারব।'
বিএনপি মহাসচিব বলেন, 'আমরা দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলোচনা করছি। আমরা আশাবাদী বিশ্বাস করি অধিকাংশ দল দেশপ্রেমী, গণতন্ত্রকামী এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এটা প্রকাশিত হয়ে গেছে যারা ক্ষমতায় আছে তারা জোর করে ক্ষমতায় আছে। এবং যিনি সরকার প্রধান তিনি গণতন্ত্র, স্বাধীনতা দেশের জনগণ বিরোধী ব্যক্তি হিসেবে পরিণত হয়েছে।' ২০ দলীয় জোট শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ।
এএজেড