মুক্তিই একমাত্র পথ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আজকে দুর্গম গিরি কান্তার-মরু পার হতে হবে। দুঃশাসন, ফ্যাসিবাদ-অন্যায়-অত্যাচার-নির্যাতন সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। অধিকার আদায়ে আমাদের জেগে উঠতে হবে। মুক্তিই একমাত্র পথ।'
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেছেন আবদুল হাই শিকদার।
তিনি বলেন, 'গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তরীণ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত। দেশের গণতন্ত্রকামী ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর যে হামলা চালানো হয়েছে তা এ যুগে এসেও আমাদের দেখতে হচ্ছে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তরুণ-যুবকদের জাগিয়ে তুলতে হবে।'
মির্জা ফখরুল বলেন, 'আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না, আমরা আমাদের নিজস্ব জাতিসত্তাকে বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াব, এর কোনো বিকল্প নেই।'
তিনি বলেন, 'বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি তা থেকে বেরিয়ে আসার জন্য আসুন সবাই মিলে কাজী নজরুলের সেই গান গাই- বল বীর বল উন্নত মম শির।'
'কাজী নজরুলকে ভুলতে পারি না। তিনি আমাদের রক্তে, পরিবারে মিশে আছেন। চাইলেও তাকে ভুলে থাকা যায় না, যাবে না। এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করে কাজী নজরুল সম্পর্কে বলে শেষ করা যাবে না।'
এসএন