সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনির্বাচিত সরকার পতনে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে আছে, চূড়ান্ত পর্যায়ে এবং সবকিছু জানতে পারবেন যখন আমরা প্রকাশ্যে ঘোষণা দিব।’
বুধবার (১৮ মে) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা আমি মনে করি এটা অ্যালার্মিং অর্থ্যাৎ অশনি সংকেত, অদূর ভবিষ্যতে আমরা শ্রীংলঙ্কার মতো একটা বিপদে পড়তে পারি সেই আশঙ্কা আছে এবং সেই আশঙ্কাকে বাস্তবভিত্তিক বলা যেতে পারে।’
তিনি বলেন, ‘যে সরকারের একমাত্র লক্ষ্য থাকে লুট করা এবং জনগণের সম্পদ থেকে পুরোপুরি নিজেদের পকেটে ভরা, এরা সরলেই দেশের অনেক পরিবর্তন হবে, এবং ভালোভাবে পরিবর্তন হবে, যখন জনগণের প্রতিনিধিরা আসবেন। জবাবদিহিতা থাকবে এবং অনেক ভালো হবে।’
পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে আমরা এখনো খুববেশি স্টাডি করিনি। তবে আমর কাছে মনে হয়েছে পদ্মা সেতুতে টোল অত্যন্ত বেশি ধরা হয়েছে। এতে করে যারা আগে যাতায়াত করতেন তাদের আগে যে ব্যয় হতো তার চেয়ে আরও বেশি ব্যয় হবে। যমুনা সেতুর চেয়েও আনুপাতিক বেশি হারে টোল ধরা হয়েছে।’
তিনি বলেন, বর্তমান বিভীষিকাময় অর্থনৈতিক নৈরাজ্য ও অস্থিতিশীলতার জন্য বর্তমান জবাবদিহিহীন এই অবৈধ সরকারই দায়ী। আগামীতে তাদের জনগণের অর্থ লুটের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হবে। দেশকে রক্ষার জন্য মানুষকে বাঁচানোর জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এ মুহূর্তে সার্বজনীন ঐক্যের মাধ্যমে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে অনতিবিলম্বে এ সরকারকে হঠানোর কোন বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এমএইচ/এমএমএ/