নির্মূল কমিটির শ্বেতপত্রের প্রতিবাদে ওলামা সম্মেলন
‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শীর্ষক শ্বেতপত্রে ১১৬ জন মাওলানা ও ১০০০ মাদ্রাসা সম্পর্কে তথ্য দিয়ে সাম্প্রদায়িকতা ছড়ানোর যে অভিযোগ তোলা হয়েছে তার প্রতিবাদে ওলামা সম্মেলন আহ্বান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
সোমবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা কথিত শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে দেশের আলেমদের সম্মানহানি করেছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, দেশবাসীর সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে শ্বেতপত্র প্রকাশের প্রতিবাদে কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ মে নাগরিক মতবিনিময় সভা ও ২ জুন ওলামা সম্মেলন। কর্মসূচি ঘোষণা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী।
তিনি বলেন, ‘কথিত শ্বেতপত্রের প্রধান উপজীব্য করা হয়েছে সাম্প্রদায়িক সন্ত্রাসকে এবং সে জন্য দায়ী করা হয়েছে উলামায়ে কেরামকে। এখানে বিবেচ্য বিষয় দুটি। এক. বাংলাদেশে সাম্প্রদায়িকতা আসলেই বিরাজমান কিনা এবং দুই. সাম্প্রদায়িক সংঘাতের নামে যা দেখানো হয় তাতে আদৌ ধর্মের কোনো সংযোগ আছে কিনা। যে কেউ স্বীকার করবেন যে, বাংলাদেশে সাম্প্রদায়িকতার অস্তিত্ব নেই। এখানে হাজার বছর ধরে মন্দির-মসজিদ একসঙ্গে অবস্থান করছে। হাজার বছর ধরে সব ধর্মের ধর্ম-কর্ম পাশাপাশি পালিত হয়। কালে-ভাদ্রে সম্প্রদায়কেন্দ্রীক কিছু অশান্তি দেখা যায়। কিন্তু এ ক্ষেত্রেও সত্য হলো, এর প্রতিটিতে স্থানীয় রাজনীতি, ভূমি ও স্বার্থের প্রেক্ষিতে সৃষ্ট সংঘাতকে ধর্মীয় চেহারা দেওয়া হয়েছে। কোথাও কোথাও ধর্মকে ব্যবহার করা হয়েছে। ইতিহাস সাক্ষী যে, প্রতিটি ঘটনায় উলামা কেরাম বরাবরই শান্তির পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। তারপরও চিহ্নিত কিছু গোষ্ঠী কৃত্রিমভাবে সাম্প্রদায়িকতাকে দেশের প্রধান ইস্যু করে তোলে। এর মাধ্যমে তারা বাংলাদেশের সুনাম নষ্ট করতে চায়। বৈশ্বিক হানাদারদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আলোচ্য শ্বেতপত্রটি তারই একটি বর্ধিত অংশ বলে আমরা মনে করছি।’
উল্লেখ্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের উদ্যোগে গঠিত বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে ‘গণ কমিশন’ একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শীর্ষক শ্বেতপত্রটি গত ১২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী মোড়ক উন্মোচন করেছেন। এই শ্বেতপত্রটি গত ১২ মে দুদক চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে। শ্বেতপত্রে ১১৬ জন মাওলানা ও ১০০০ মাদ্রাসা সম্পর্কে তথ্য দিয়ে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ তুলে ধরা হয়েছে। তাদের সম্পর্কে তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
এপি/আরএ/