ফারাক্কা সমস্যা সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্য: এনডিপি
পানি শুধু ভারত-বাংলাদেশের সমস্যা নয়। দুই দেশেরই সমস্যা। দেশের সমস্যা সমাধানে জাতীয় স্বার্থে রাজনৈতিক ভিন্নমত বাদ দিয়ে সবাইকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।
রবিবার (১৫ মে) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা অভিমুখে লংমার্চ স্মরণে পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এ আহ্বান জানান।
তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদে বিপর্যয় নেমে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের পানি আগ্রাসন এ দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। অসংখ্য নদ-নদীর দেশ বাংলাদেশে আন্তর্জাতিক ৫৭টি নদীর মধ্যে ৫৪টির মূল উৎস তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল। যার ফলে পানির অবাধ প্রবাহে ফারাক্কার মতো বাঁধগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বাংলাদেশের জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে।
এদিকে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ উপলক্ষে কমসূচি ঘোষণা করেছে এনডিপি। সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এমএইচ/আরএ/