বিরোধীদলের পথে কালো ছায়া শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বিরোধী দলের রাজনীতির ওপর কালো ছায়া ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, 'শেখ হাসিনা আছেন বলেই তার নেতৃত্বে জনপ্রিয়তা বিরোধীদলের রাজনীতির ওপর কালো ছায়া ফেলেছে। বিরোধীদলের এগিয়ে যাওয়ার পথে কালো ছায়া, সংকটে ফেলেছেন শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। তিনি ফিরে এসেছিলেন বলে আমরা আছি। শেখ হাসিনা জেগে থাকেন বলেই আজকে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে।'
শনিবার (১৪ মে) সকালে মাগুড়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, 'বিএনপি জাতীয় ঐক্যের ডাক দেয়। এই ঐক্যের নেতা কে? ঐক্যে জোটের নেতা কে? ঐক্যজোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে? এটা মানুষ জানে না। এ ধোঁয়াশার অবসান ঘটান আগে। কে নেতৃত্ব দিচ্ছে? টেমস নদীর ওপার থেকে এসেছে, নাকি আপনারা কেউ।'
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, 'আপনাদের আন্দোলনে কে দিচ্ছেন নেতৃত্ব? কোথায় আন্দোলন? লজ্জা করে না নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য চোখে পড়ার মতো একটা সমাবেশ, একটা মিছিল আপনারা করতে পারেননি? তারা আবার আন্দোলনে কথা বলেন। আগে নেতা ঠিক করুন। ঘরেই যাদের ঐক্য নেই তারা কী করে জনগণকে ঐক্যবদ্ধ করবে। তারা আবার ঐক্যজোট করবে। দেখেছি গত নির্বাচনে ঐক্য জোটের লেজে গোবরে অবস্থা। নতুন করে বিএনপির জাতীয় ঐক্যের ডাক, জনগণের সঙ্গে এ নতুন ঐক্যের ডাক নতুন তামাশা বলে আমরা মনে করি।'
তিনি বলেন, "সারাবিশ্ব আজ আতঙ্কে আছে, উদ্বেগে আছে ইউক্রেন যুদ্ধের কারণে। এ সংকটেও আমাদের নেত্রী অবিচল। বাঘের মতো অফিস অবিচল। তিনি (আওয়ামী লীগ সভাপতি) বলেছেন, 'আল্লাহকে বিশ্বাস করি, আর কাউকে ভয় করি না।' আমরা সৎপথে আছি, ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। আমরা এগিয়ে যাব। সংকট যতই ঘনীভূত হোক, সংকটেই তো আওয়ামী লীগ এগিয়ে যায়। সংকটেই তো বঙ্গবন্ধু নেতৃত্বে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আজকে ইস্পাত কঠিন শপথ নিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।'
নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, 'যারাই যা বলে বলুক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পলিটিক্যাল হ্যালুসিনেশন হয়েছে। সেই হ্যালুসিনেশনে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে তিনি এখন শ্রীলঙ্কার উপকণ্ঠে প্রতিদিনই চলে যান, ভাসতে ভাসতে। আমরা কারো সঙ্গে বাংলাদেশকে তুলনা করি না। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমরা নিজেদের স্বকীয়তা নিয়ে এগিয়ে যাই। যারা বন্ধু তাদের সঙ্গে বন্ধুত্ব আমরা কামনা করি। বাংলাদেশ ঋণগ্রস্ত নয়। বাংলাদেশ-শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে ২০০ মিলিয়ন ডলার।'
বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে বলেন, 'বাংলাদেশের সাফল্যের কাহিনী কি আপনাদেরকে লজ্জা দেয়? পদ্মাসেতু, কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হবে সেজন্য আপনার মন খারাপ? বাংলাদেশের মানুষ খুশি থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়। বিএনপি নেতাদের মন খারাপ হয়ে যায়। যখন বাংলাদেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করে তখন তাদের মন খারাপ হয়ে যায়। বাংলাদেশের মানুষ যখন আনন্দে দিন কাটায়, জীবন অতিবাহিত করে শেখ হাসিনার নেতৃত্বে, তখন ফখরুল সাহেবদের মন খারাপ হয়ে যায়।'
আওয়ামী লীগের ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাখা বক্তব্যের পর বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে কাদের বলেন, ফরিদপুরের ওই ঘটনার বিচার কি আপনারা ক্ষমতায় থাকলে হতো? আওয়ামী লীগ পরিচয়ধারী কাউকে আওয়ামী লীগ ছাড় দেয়নি। শেখ হাসিনার সৎ সাহস আছে নিজের দলের লোককেও ছাড় দেন না। অপকর্মকারীদের তিনি বিচার করেন।
মাগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভালো লোকদের দলে টানুন। খারাপ লোকদের বের করে দিন। আওয়ামী লীগে লোকের অভাব নেই। দূষিত রক্ত বের করে দিন। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করুন। শেখ হাসিনা এটাই বার্তা দিচ্ছেন। এটি আমাদের মেসেজ।
এসএম/টিটি