মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কুসিকসহ স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত যারা

কুমিল্লা সিটি করপোরেশনসহ ৩টি উপজেলা, ৬টি পৌরসভা ও অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শুক্রবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সভা চলে রাত ৯টা পর্যন্ত।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো- কুমিল্লা সিটি করপোরেশনে আরফানুল হক রিফাত। দিনাজপুরের খানসামা উপজেলায় সফিউল আযম চৌধুরী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মঞ্জুর কাদির শাফি, খাগড়াছড়ির গুঁইমারা উপজেলা মেমং মারমা। ছয় পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- মেহেরপুর সদরে মাহফুজুর রহমান (রিটন), ঝিনাইদহ সদরে আব্দুল খালেক, গোপালগঞ্জ সদরের (উন্মুক্ত) মুকসুদপুরে আতিকুর রহমান মিয়া, সিলেটের বিয়ানীবাজারে আব্দুস শুকুর, রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমির হোসেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২: দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়ায় আমজাদ হোসেন, পলাশবাড়ীতে খায়রুল ইসলাম, নীলফামারীর সদর উপজেলার খোকশাবাড়ীতে প্রশান্ত রায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরায় রাবিউল হক, কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাটে আসাদুজ্জামান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুরে নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান, কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে মঞ্জুরুল হক। বগুড়া কাহালু উপজেলার দূর্গাপুরে বদরুজ্জামান খান, নন্দীগ্রাম উপজেলার বুড়ইলে মোফাজ্জল হোসেন মন্ডল, সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী তাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বেনাউল ইসলাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হরে জহুরুল হাসান, শাহজাদপুর উপজেলার সোনাতনীতে লুৎফর রহমান, রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউপিতে মতিউর রহমান।

মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে বোরহান উদ্দীন আহাম্মেদ, পিরোজপুরে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শ্যামপুরে বীর মুক্তিযোদ্ধা রব বিশ্বাস, বারাদি মোমিনুল ইসলাম। ঝিনাইদহ সদর উপজেলার সুরাটে কবির হোসেন জোয়ার্দ্দার পাগলাকানাইয়ে আসাদুজ্জামান। বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়ায় আ. রাজ্জাক, ছোটবগীতে মো. তৌফিক উজ্জামান, কড়ইবাড়িয়ায় মো. ইব্রাহীম, বড়বগীতে আলমগীর মিঞা, নিশানবাড়িয়ায় বাচ্চু মিয়া, সোনাকাটায় সুলতান ফরাজী। বেতাগী উপজেলার কাজিরাবাদে সালাউদ্দিন মাহমুদ।

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠীতে সৈয়দ মোহাম্মদ মোহসিন, কালিকাপুরে সালমা জাহান, ইটবাড়িয়ায় মোজাম্মেল হক, মৌকরণে বশির আহম্মেদ, লাউকাঠীতে আশিষ কুমার চক্রবর্ত্তী। কলাপাড়ায় উপজেলার লতাচাপলীতে আনছার উদ্দিন মোল্লা, ধুলাসারে মোদাচ্ছের হাওলাদার। দশমিনা উপজেলার চরবোরহানে নাজির সরদার। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুরে সহি ছরওয়ার (ভুট্টু তালুকদার), হাজিপুর হামিদুর রহমান, মনপুরা উপজেলায় আজমত উল্যা, লালমোহন উপজেলার কালমায় আকতার হোসেন, রমাগঞ্জে গোলাম মোস্তফা।

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে নজরুল ইসলাম, হিজলা উপজেলার হিজলা-গৌরব্দীতে নজরুল ইসলাম মিলন, ধুলখোলা এ. কে. এম. জসীম উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুরে জব্বার খান, চরএক্করিয়ায় আবদুল মকিম তালুকদার, গোবিন্দপুরে আমিরুল ইসলাম বেলাল, আন্দারমানিকে আলাউদ্দিন কবিরাজ, জয়নগরে সেকান্দার আলী জাফর, লতায় মিজানুর রহমান। পিরোজপুরের নাজিরপুরে উপজেলার দেউলাবাড়িতে দোবড়া ওয়ালী উল্লাহ, কলারদোয়ানিয়ায় কবির হোসেন। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডায় শেখ সাবের আহম্মেদ, টাঙ্গাইলের সখিপুর উপজেলার গজারিয়ায় আনোয়ার হোসেন, দাড়িয়াপুরে মুহাম্মদ আনছার আলী। মধুপুর উপজেলার কুড়ালিয়ায় আ. মান্নান, মহিষমারায় কাজী আবদুল মোতালেব, বেরীবাইদে জুলহাস উদ্দিন, কুড়াগাছায় ফজলুল হক সরকার, আউশনারা গোলাম মোস্তফা, অরনখোলা আ. রহিম, ফুলবাগচালায় রেজাউল করিম, শোলকুড়ীতে ইয়াকুব আলী। মির্জাপুর উপজেলার ভাওড়ায় আমজাদ হোসেন, বহুরিয়ায় আবু সাইদ মিয়া, লতিফপুরে জাকির হোসেন, ফতেপুরে আ. রউফ মিয়া, আজগানে আব্দুল কাদের, তরফপুরে নাজিম মোল্লা। টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুরে মোহাম্মদ হানিফ মিঞা, নাগরপুর উপজেলার ভারড়ায় রিয়াজ উদ্দিন তালুকদার, বাসাইল উপজেলার কাশিলে মির্জা রাজিক, বাসাইল সদরে সোহেল মিয়া, গোপালপুর উপজেলার হেমনগরে আনিছুর রহমান তালুকদার, ঝাওয়াইলে আয়শা আকতার, দেলদুয়ার উপজেলার আটিয়ায় কৃষ্ণ কান্ত দে সরকার।

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার তেউটিয়ায় রফিকুল ইসলাম। ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়ায় রেজাউল করিম। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে লোকমান হোসেন। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে রমিজ উদ্দিন, চরমান্দালিয়ায় আবদুল কাদির, কৃষ্ণপুরে এমদাদুল হক আকন্দ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় সোহাগ রনি। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় হাবিবুল বাশার। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগরে মোহাম্মদ সিরাজুল ইসলাম, পূর্ব এনায়েতনগরে মাহাবুব আলম। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানীতে আশরাফুল ইসলাম। ইসলামপুর উপজেলার কুলকান্দিতে সেলিনা আলম, বেলগাছা আ. মালেক, সাপধরীতে শাহ আলম মন্ডল, নোয়ারপাড়ায় রোমান হাসান, পাথর্শী ইফতেখার আলম, চিনাডুলী আব্দুস ছালাম। জামালপুর সদর উপজেলার রশিদপুরে খন্দকার মোহাম্মদ ফজলুল হক। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং দক্ষিণ পশ্চিমে রেখাছ মিয়া। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদরে জামিল আহমেদ জুয়েল, জামালগঞ্জ উত্তরে এম নবী হোসেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুরে নজরুল ইসলাম, দড়িয়াদৌলতে মাহবুবুর রহমান, নাটাইয়ে (দক্ষিণ) মো. নাজমুল হক। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরায় গোলাম ফারুক, মুরাদনগর উপজেলার মুরাদনগরে কাজী মো. তুফরীজ, দেবিদ্বার উপজেলার ভানীতে তাহমিনা আক্তার। নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনীতে আখতার হোসেন, চানন্দীতে আজহার উদ্দিন। বেগমগঞ্জ উপজেলার মির ওয়ারিশপুরে শাহাজাহান, সেনবাগ উপজেলার কেশারপাড়ে বেলাল ভূঁঞা, অর্জুনতলায় আবদুল ওহাব, মোহাম্মদপুরে ফিরোজ আলম ভূঁঞা। নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরে তোফাজ্জল হোসেন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারে আকবর হোসেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড়ে আবুল কাসেম। ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মোহাম্মদ ইব্রাহিম তালুকদার। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে শওকত আলম শওকত। কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় আলাউদ্দিন। সাতকানিয়া উপজেলার এওচিয়ায় মোহাম্মদ আবু ছালেহ। পটিয়া উপজেলার ছনহরায় মুহাম্মদ মামুনুর রশীদ।

আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় আজিজুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলার পুকুরিয়ায় বোরহান উদ্দীন মাহ্মুদ নওয়াজ, সাধনপুরে মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী খোকা, খানখানাবাদে জসিম উদ্দিন হায়দার, বাহরছড়ায় তাজুল ইসলাম, কালিপুরে শাহাদাত আলম, বৈলছড়িতে মোহাম্মদ কফিল উদ্দিন, কাথরিয়ায় ইবনে আমিন, সরলে রশিদ আহমদ চৌধুরী, শীলকূপে কায়েশ সরওয়ার, গন্ডামারায় জাহিদুল হক চৌধুরী, চাম্বলে মুজিবুল হক চৌধুরী, পুঁইছড়িতে জাকের হোসেন চৌ., শেখেরখীলে মোহাম্মদ ইয়াছিন, ছনুয়ায় মুজিবুর রহমান। কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে মোস্তফা আনোয়ার, কালারমারছড়ায় তারেক বিন ওসমান শরীফ। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় আক্তার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এ সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, কাজী জাফর উল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অবসর) ফারুক খান, রাশিদুল আলম, রমেশ চন্দ্র, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

এসএ/টিটি 

Header Ad
Header Ad

সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "আমরা কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না। সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। নির্বাচন বিলম্ব হলে যাদের সুবিধা হবে, তারাই ষড়যন্ত্র করছে। বিএনপি শক্তিশালী হলে তৃণমূলে আরও দৃঢ় হবে, তাই অনেকে ষড়যন্ত্র করছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে গণতন্ত্রের চর্চা থাকলে ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করা সম্ভব। গণতন্ত্র যত বেশি চর্চিত হবে, ততবেশি দেশ নিরাপদ থাকবে।"

তারেক রহমান দাবি করেন, "আমরা চাই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলছেন। আমরা বাংলাদেশে অস্থিরতা চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই অস্থিরতা দূর করা সম্ভব।"

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, "গত ১৫-১৬ বছর ধরে বিএনপি গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে। আমরা মানুষের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব।"

তিনি আরও বলেন, "মত পার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বিভেদ সৃষ্টি করা উচিত নয়। আমরা শান্তিপূর্ণ উপায়ে দেশের জন্য কাজ করতে চাই।"

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, "শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু জনগণের বিজয় সুনিশ্চিত।"

বুলু নোবেল বিজয়ী ড. ইউনুসের প্রসঙ্গে বলেন, "হাসিনা আপনাকে হয়রানি করেছেন, বিএনপি তার প্রতিবাদ করেছে। তারেক রহমান আপনাকে সম্মান করেন। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকুন।"

সম্মেলনে মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজিউর রহমান রাজিব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ অন্যান্য নেতারা।

Header Ad
Header Ad

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উপস্থিত সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্তরা ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ রাজশাহী জেলা কমিটির পরিচয় দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছিলেন। এদের মধ্যে রয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক এম এ বারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মিসকাতুল মিশু।

নাম প্রকাশে অনিচ্ছুক বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, তারা বিভিন্ন কর্মকর্তার কাছে অর্থ দাবি করছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানেরও। ২৭ ফেব্রুয়ারি দুই দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। নিয়মরক্ষার এই ম্যাচ শেষেই বাংলাদেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল।

তবে দ্রুতই আবার পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর মে মাসে, পাকিস্তানেই। এফটিপির আওতাভুক্ত এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

শুধু তাই নয়, মাস দুয়েকের মধ্যেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এবার অ্যাওয়ে নয়, হোম সিরিজে। জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্টের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই প্রস্তাব দেন। জানা গেছে, বিসিবির দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত চার-পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান। এছাড়া, ২০২৪ সালে দেশটিতে দুটি টেস্ট খেলতে গিয়েছিল টাইগাররা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪
জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান
টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য