মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বর্তমান সরকারের আমলে বিএনপির কেউই ভালো নেই: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা কেউই ভালো নেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ মে) রাত সোয়া ৮টার দিকে রংপুর নগরীর মুলাটোল পুকুরপাড় এলাকায় প্রয়াত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুর বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রংপুরে বিএনপিতে মোস্তাফিজুর রহমান বিপু একজন নিবেদিত প্রাণ ছিল। তার পরিবারের কাছ থেকে যা শুনেছি, তা খুবই কষ্টের। রাজনৈতিক নেতাকর্মীদের জীবনটা এমনই হয়। দিন আনে দিন খায়। কালকে কি খাবে, সেই সঙ্গতিও থাকে না। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের দলের সকলের প্রায় একই অবস্থা দাঁড়িয়েছে। তারপরও আমরা বিপুর পরিবারের পাশে থাকব। তার (বিপুর) একমাত্র মেয়ের পড়াশুনা ও পরবর্তীতে কর্মসংস্থানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।

তিনি বলেন, বর্তমান সরকারের নিদারুণ নির্যাতন-যন্ত্রণা, মামলা-মোকাদ্দমার মধ্যেই বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য কাজ করে চলেছে। গণতন্ত্র পুনদ্ধারের জন্য লড়ছে। দলের কেউই এখন ভালো নেই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও অন্তরীণ হয়ে আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে।

এরআগে রাত ৮ টায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামকে নিয়ে প্রয়াত মোস্তাফিজুর রহমান বিপুর মুলাটোল পুকুরপাড় সংলগ্ন বাসায় যান। তিনি সেখানে বিপুর মা, মেয়ে ও সহধর্মিণীর আফিয়া সিদ্দিকীর সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন।

এই সময়ে রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহ্বায়ক রইচ আহমেদ, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান বিপু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

আরএ/

Header Ad
Header Ad

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব

ছবি: সংগৃহীত

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৭ জন অতিরিক্ত সচিব। পদোন্নতির পর তাদের সাত মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব সচিবদের বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সেতু বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করেছে সরকার।

এছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমটিসিএল) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।

Header Ad
Header Ad

দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে অতিরিক্ত ৯৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, বলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক বার্তায় জানানো হয়েছে।

অভিযানে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শর্টগানের শিসা কার্তুজ, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বটি এবং দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ডেভিল হান্ট অভিযানের ১৭ দিনে সারাদেশে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

 

Header Ad
Header Ad

এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা

ছবি: সংগৃহীত

দুবাইয়ের অভিবাসন অধিদপ্তর (জিডিআরএফএ) একটি যুগান্তকারী সেবা চালু করেছে, যার নাম "সালামা"। এই সেবাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্ল্যাটফর্ম, যা সরকারের সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

গত সোমবার আল আরাবিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, "সালামা" প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে দুবাইয়ের চতুর্থ বার্ষিক গণমাধ্যম কাউন্সিল সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন জিডিআরএফএ দুবাইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও গণমাধ্যম ইনফ্লুয়েন্সাররা।

সালামা প্ল্যাটফর্মের সুবিধাসমূহ:

এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা, আবাসন অনুমতি নবায়ন ও বাতিল, আর্থিক লেনদেনসহ অভিবাসন সংশ্লিষ্ট সমস্ত সেবা সহজেই পাওয়া যাবে। কাগজপত্রের ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা এখন ঘরে বসেই সেবাগুলি গ্রহণ করতে পারবেন। প্রতিটি লেনদেন মাত্র ১০-২০ সেকেন্ড এর মধ্যে সম্পন্ন হবে।

প্রথাগত সিস্টেমের চেয়ে এটি দ্রুত, সুবিধাজনক ও সাশ্রয়ী। প্ল্যাটফর্মটি তুরস্কের অন্যতম সেবার গুণগত মান উন্নত করবে এবং সংযুক্ত আরব আমিরাতের ভিশন ২০৭১ ও দুবাইয়ের বৃহত্তর ডিজিটাল রূপান্তর কৌশলকে সমর্থন করবে।

ভবিষ্যৎ সম্ভাবনা:

বর্তমানে, "সালামা" প্ল্যাটফর্মে ব্যক্তিগত পর্যায়ে ভিসা নবায়ন ও বাতিলের সেবা চালু রয়েছে, তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর জন্যও এই সেবা প্রসারিত করা হবে।

কীভাবে কাজ করে সালামা প্ল্যাটফর্ম?

গ্রাহকরা এই প্ল্যাটফর্মে লগইন করার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের সব তথ্য সনাক্ত করে এবং ভিসার মেয়াদ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদর্শন করে। এরপর, পেমেন্টের পরই সংশ্লিষ্ট ভিসা নবায়ন হয়ে যায় এবং গ্রাহককে ইমেইল দ্বারা নবায়ন সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হয়।

এই সেবাটি ৪০টিরও বেশি ভাষায় উপলব্ধ, এবং এর জন্য ইউএই পাস প্রয়োজন হয়। তিনটি সহজ ধাপে প্ল্যাটফর্মে সেবা গ্রহণ করা যায়—প্রথমে লগইন, তারপর ভিসার মেয়াদ নির্বাচন, এবং শেষে পেমেন্ট করার মাধ্যমে নবায়ন সম্পন্ন হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে
ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমছে, সাশ্রয় ৬০ কোটি টাকা
তৎকালীন বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কোন কথা হবে না: সেনাপ্রধান