আওয়ামী লীগ একটা মুনাফেকের দল: মির্জা ফখরুল
আওয়ামী লীগ মুনাফেকের দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগ একটা মুনাফেকের দল। এদের কথা আর কাজের কোনো ঠিক নেই, এটাই তাদের চরিত্র, এরা প্রতারক দল, স্বাধীনতার পর থেকে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। একইভাবে তারা এখন জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। মুখের সুন্দর সুন্দর কথা বলবে মনে হবে তারা ভদ্র কথা বলছে, অথচ ভেতরে ভেতরে ওরা ঠিক তাদের কাজটাই করে যাবে।
রবিবার (৮ মে) গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির বক্তব্য পরিষ্কার পরবর্তী নির্বাচন আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা পদত্যাগ না করলে সে নির্বাচনে অংশ নেওয়া হবে না। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে সে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।
আগামী নির্বাচনে বিএনপি যাতে অংশ নেয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য এবং সভা-সমাবেশ করতে বিরোধী দলকে বাধা দেওয়া হবে না বলে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করতে এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। গতকাল তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ঈদ পরবর্তী মতবিনিময় সভায় সন্ত্রাসী হামলা চালায়। এ হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা তাদের চরিত্র বদলায়নি বিরোধীদল দমনে নতুনভাবে চরম সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। মূলত তারা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। তারা বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ফখরুল।
তিনি বলেন, সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যেন জনমত গড়ে উঠতে না পারে এবং সত্য উদঘাটন করা না হয় সেজন্য তারা একের পর এক বিভিন্ন আইন করে যাচ্ছে। ক্রমান্বয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে।
তেলের মূল্যবৃদ্ধির সমালোচনায় ফখরুল বলেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অমানবিক। দুর্নীতিবাজ সরকার সিন্ডিকেটে জড়িত, এরা চোরাকারবারিতে পরিণত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনে ইভিএম ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বিএনপি নির্বাচনে যাবে না।
বিএনপির পরবর্তী কর্মসূচি কী জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
আওয়ামী সন্ত্রাসী প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
এসএন