ঢাকা মহানগরে সব পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিলো বিএনপি
ঢাকা মহানগরে সব পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিলো বিএনপি। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দলীয় কর্মী ও নেতাদের সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে পাঠানো পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটে থাকা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণ করতে বলা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান নেতাকর্মীদের তিন দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরের বিভিন্ন স্থানে থাকা পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড দ্রুত সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ আগামী সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে এসব অপসারণের নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই উদ্যোগ দলের ঐক্যবদ্ধ অবস্থানকে আরও সুসংহত করবে এবং বিএনপির কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে।