রাজধানীতে বিএনপির বিজয় র্যালি চলছে
বিএনপির বিজয় র্যালি। ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় র্যালি করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে এটিই বিএনপির প্রথম জমায়েত। দীর্ঘদিন পরে কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।
রোববার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার পরে নয়াপল্টন থেকে বিজয় র্যালি শুরু করে দলটি। র্যালি শেষ হবে মালিবাগে। এর আগে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে এটিই বিএনপির প্রথম জমায়েত। দীর্ঘদিন পরে কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।
ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালিতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন রাজপথ।
এর আগে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। র্যালি ঘিরে নয়াপল্টনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।