বিএনপি নেতা ও সাবেক এমপি এস এ খালেক আর নেই
এস এ খালেক। ছবি: সংগৃহীত
অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও মিরপুর (অবিভক্ত) এলাকা থেকে নির্বাচিত একাধিকবারের সংসদ সদস্য এস এ খালেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এস এ খালেক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন। গত বুধবার তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
রবিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।
দেশের রাজনীতিতে এস এ খালেকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।