২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা করবেন।
সোমবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করলেও বিএনপি আসেনি। তারা আসলেও তাদের সম্ভবনা টিকে থাকতো।
ওবায়দুল কাদের বলেন, যারা আগুন সন্ত্রাস করছে, রেল লাইন কেটেছে, নাশকতা করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কাউকে ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে না।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, মেরিনা জাহান কবিতা, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামসুননাহার চাপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
